জ্যোতিষশাস্ত্র

বছরের দ্বিতীয় ও শেষ সূর্যগ্রহণের জেরে ঘোর অন্ধকার নামবে ৪ রাশির জীবনে, কর্মজীবনে আসবে বড় সমস্যা, খুব সতর্ক থাকুন

জ্যোতিষশাস্ত্রে সূর্যগ্রহণের বিশেষ ভূমিকা রয়েছে। গ্রহণের উপর নানান রাশির জাতক-জাতিকাদের গতিবিধি নির্ভর করে। সূর্যগ্রহণকে জ্যোতির্বিদ্যার ঘটনা হিসাবে বিবেচনা করা হয়। চলতি বছরের দ্বিতীয় ও শেষ সূর্য ও চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে এই অক্টোবরেই। আর এই অক্টোবরেই রয়েছে বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। ফলে অক্টোবর মাসটি যে অন্যান্য মাসের চেয়ে আলাদা হতে চলেছে, তা বলাই বাহুল্য।

জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই সূর্যগ্রহণের ফলে সমস্ত রাশির উপরেই কোনও না কোনও প্রভাব পড়তে চলেছে। আগামী ১৪ অক্টোবর বছরের শেষ সূর্যগ্রহণ হবে। এর ঠিক ১৫ দিন পর অর্থাৎ ২৯ অক্টোবর রয়েছে পূর্ণিমা। আর সেদিনই রয়েছে বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণও। এই সময়টা বেশ কিছু রাশিকে খুব সতর্ক থাকতে হবে।

সেই রাশিগুলি কী কী, একবার দেখে নেওয়া যাক-

বৃষ রাশি 

বছরের দ্বিতীয় ও শেষ চন্দ্রগ্রহণ ও সূর্যগ্রহণের ফলে জীবনে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে বৃষ রাশির জাতক-জাতিকাদের। এই সময় এই রাশির জাতক-জাতিকাদের আর্থিক সংকটের সম্মুখীন হতে হতে পারে। আত্মবিশ্বাসে আসবে বাধা।

মেষ রাশি

এই সময়টা এই রাশির জাতক-জাতিকাদের খুব সতর্ক থাকতে হবে। কাউকে খুব বেশি বিশ্বাস করে কাজ করা উচিত হবে না। এই সময় কর্মজীবনের দিক থেকে নানা সমস্যা আসবে। এই সময়ে এই রাশির জাতক-জাতিকাদের যে কোনও কাজের পদক্ষেপ খুব সতর্কভাবে নিতে হবে।  

কন্যা রাশি

কন্যা রাশির জাতক-জাতিকাদের জন্য অক্টোবরে সূর্যগ্রহণ খুবই বাজে প্রভাব ফেলবে। আশেপাশের লোকজনের সমস্যা নিজের ঘাড়ে নিতে হতে পারে। এর জেরে বাড়বে মানসিক চাপ। এই পরিস্থিতিতে এই রাশির জাতক-জাতিকাদের মানসিক ও আর্থিক সমস্যার মধ্য দিয়ে যেতে হতে পারে।

সিংহ রাশি

এই সময়টি সিংহ রাশির জাতক-জাতিকাদের জন্য খুব খারাপ। আর্থিক ক্ষতি হতে পারে। ব্যবসায় উন্নতি কম হবে। লেনদেনে সমস্যা হতে পারে।

Back to top button
%d