২০০ বছর পর রাখি পূর্ণিমায় বিশেষ শুভ যোগ, ভাগ্য চমকাবে ৩ রাশির, হবে অর্থের বৃষ্টি

চলতি বছরে ৩০ অগস্ট রাখী পূর্ণিমা পড়েছে। যদিও শাস্ত্র মতে ৩১ অগস্ট পর্যন্ত তিথি অনুসারে রাখী বন্ধন করা যাবে বলে মনে করা হচ্ছে। এদিকে শাস্ত্র অনুযায়ী, ৩০ অগস্ট রাত ৮ টা ৪৬ মিনিট পর্যন্ত ধনিষ্ঠা নক্ষত্র থাকবে। আর তারপর শুরু হবে শতভিষা নক্ষত্রের সময়কাল। যা ৩১ অগস্ট বিকেল ৫ টা ৪৫ মিনিট পর্যন্ত থাকবে। তখন শনিও শতভিষা নক্ষত্রের প্রথম পর্যায়ে থাকবে। একদিকে যেমন বুধাদিত্য যোগ দেখা যাবে, তেমনই সিংহে থাকবে সূর্য।
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, ২০০ বছর পর, এবারের রাখীতে শনি আর গুরু বৃহস্পতি বক্রী অবস্থায় নিজের স্বরাশিতে থাকবেন। তার ফলে এক অদ্ভুত শুভ যোগ তৈরি হতে চলেছে। এর ফলে অনেক রাশিই লাভের মুখ দেখা যেতে চলেছে।
জেনে নেওয়া যাক, এই শুভ যোগের ফলে কোন কোন রাশির জাতক-জাতিকারা লাভের মুখ দেখতে চলেছেন-
কুম্ভ রাশি
টাকা আসার সমস্ত রকমের সুবিধা এই সময় পেয়ে যেতে পারেন। বহু দিন ধরে আটকে থাকা টাকা এই সময় পেয়ে যেতে পারেন হাতে। বহু দিন ধরে যে কাজ আপনার পূরণ হয়নি, সেই কাজ এখন পূরণ হতে আরম্ভ করবে। বিদেশ থেকে আসা নানান ধরনের ব্যবসায় পাবেন সাফল্য। দাম্পত্য প্রেমেও দেখা যাবে উন্নতি।
সিংহ রাশি
যে কাজে হাত দেবেন, তাতেই ভাগ্যের সম্পূর্ণ সহযোগিতা পাবেন। আটকে থাকা টাকা পেয়ে যেতে পারেন এই সময়। বিভিন্ন ধরনের সাফল্যের সঙ্গে পাবেন অপার ধন সম্পত্তি। বহু দিন ধরে যাঁরা অসুস্থ, তাঁরা এবার সুস্থতার পথে এগিয়ে যাবেন।
মেষ রাশি
এই রাশিতে গুরু বক্রী অবস্থায় থাকবে। আয়ের নতুন নতুন রাস্তা তৈরি হবে। এই রাশির জাতক জাতিকারা বিশেষ লাভ পেতে পারেন। চাকরিরতরা বিশেষভাবে লাভবান হতে পারেন। পরিবারের সম্পূর্ণ সহযোগিতা থাকবে। বিনিয়োগের জন্য এই সময়কাল ভালো। গাড়ি, বাড়ি কেনার যোগ এই সময় দেখা যাবে।