শ্রাবণ মাসেই ভাগ্য চমকাবে ৪ রাশির, মহাদেবের বিশেষ আশীর্বাদে কেটে যাবে সমস্ত বিপদ, মিলবে সুখ-সৌভাগ্য

বাংলা পঞ্জিকা অনুযায়ী, আগামী ১৮ জুলাই থেকে শুরু হবে শ্রাবণ মাস। এই মাসে মহাদেবের বিশেষ আরাধনা করে থাকেন শিবভক্তরা। শ্রাবণে শিবের পুজো করলে সহজেই তাঁর আশীর্বাদ লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস। মহাদেব রুদ্রদেব হলেও ভক্তের প্রতি তিনি অত্যন্ত দয়ালু ও ক্ষমাশীল। ভক্তি সহকারে তাঁকে ডাকলে ভক্তের মনোবাঞ্ছা তিনি পূরণ করেন। এমনকি সামান্য এক গ্লাস জলেই খুশি হন তিনি।
জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, বিভিন্ন গ্রহ নক্ষত্রের অবস্থান বিচার করে দেখা যাচ্ছে, এই শ্রাবণ মাসে শিবের আশীর্বাদ বিশেষ ভাবে থাকবে চার রাশির জাতক-জাতিকাদের উপর। মহাদেবের কৃপায় জীবনের সব সুখ ও সৌভাগ্য লাভ করবেন এই ৪ রাশির জাতক-জাতিকারা।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক –
মকর রাশি
মহাদেবের প্রিয় রাশিগুলির মধ্যে রয়েছে মকর রাশি। মকর রাশির গ্রহ অধিপতি শনি হলেন পরম শিব ভক্ত। শিব ও শনির মিলিত আশীর্বাদে শ্রাবণে ভাগ্য খুলবে মকর রাশির জাতক-জাতিকাদের। আপনার পরিশ্রম এই সময় নিজের সঠিক মূল্য পাবে। প্রেমের সম্পর্কেও এই সময় সুখ ও ভালোবাসা ভরপুর থাকবে।
মেষ রাশি
জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, এই শ্রাবণে ভোলেবাবার আশীর্বাদ থাকবে মেষ রাশির জাতক-জাতিকাদের উপর। এই সময় জীবনে উন্নতি করার প্রচুর সুযোগ পাবেন মেষ রাশির জাতক-জাতিকারা। বাবা মায়ের সম্পর্ক খুব ভালো হবে এবং পরিবারে সুখ ও শান্তি বিরাজ করবে আপনার। মেষের জাতক-জাতিকাদের এই শ্রাবণে নিয়মিত শিবলিঙ্গে জল ঢালার পরামর্শ দেওয়া হচ্ছে। আপনাকেল সব রকম বিপদ আপদ থেকে আগলে রাখবেন স্বয়ং মহাদেব।
ধনু রাশি
শ্রাবণ মাসে শিবের কৃপায় কেরিয়ারে প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন ধনু রাশির জাতক-জাতিকারা। নিজের পেশাগত জীবনের পাশাপাশি ব্যক্তিগত জীবনেও ফোকাস করুন। শ্রাবণে প্রচুর আর্থিক লাভ হবে, সাফল্য ও সমৃদ্ধি হাত ধরাধরি করে থাকবে ধনু রাশির জাতক-জাতিকাদের সঙ্গে। মহাদেবের আশীর্বাদে শ্রাবণ মাসে আপনার সামনে থেকে সব বাধা দূর হয়ে যাবে। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো সঠিক ভাবে নিতে পারবেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক-জাতিকারাও মহাদেবের প্রিয়। এই মাসে শিবের কৃপায় সাফল্য ও সৌভাগ্যের চমক লাগবে বৃশ্চিক রাশির জাতকদের ভাগ্যে। এই রাশির গ্রহ অধিপতি হল মঙ্গল এবং মঙ্গলও শিবের প্রিয়। আপনি বৃশ্চিক রাশির জাতক-জাতিকা হলে শ্রাবণে অবশ্যই প্রতিদিন শিবলিঙ্গে জল নিবেদন করুন। তাহলেই আপনার জীবনের সব কষ্ট দূর করবেন মহাদেব। এই সময় বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের মন থেকে সব ভয় মুছে যাবে ও আত্মবিশ্বাসের সঙ্গে তাঁরা নিজেদের লক্ষ্যের প্রতি এগিয়ে যেতে পারবেন।