মলমাসেই সদয় হবেন মা লক্ষ্মী, কৃপা বর্ষণ ৪ রাশির উপর, মিলবে অগাধ সাফল্য, উজ্জ্বল হবে আর্থিক ভাগ্য

মলমাস বা অধিক মাসকে পুরুষোত্তম মাসও বলা হয়ে থাকে। পুরাণ অনুসারে মর্যাদা পুরুষোত্তম শ্রীরামচন্দ্র এই নাম দিয়েছিলেন। বাংলা পঞ্জিকা অনুসারে গত ১৮ জুলাই থেকে শুরু হয়েছে শ্রাবণ। আর সেদিন থেকেই শুরু হয়েছে মলমাস। ১৯ বছর পর শ্রাবণে মলমাস পড়েছে। হিন্দুধর্মে মলমাস নারায়ণের উদ্দেশ্যে নিবেদিত।
আবার শ্রাবণ হল শিবের প্রিয় মাস। এই বছর শ্রাবণে মলমাস পড়ায় লক্ষ্মী নারায়ণের সঙ্গে মহাদেবেরও আশীর্বাদ লাভ করার সুযোগ পাচ্ছেন ভক্তরা।
জেনে নেওয়া যাক, এই বছর মলমাসে কোন কোন রাশিতে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি রয়েছে-
কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের উপর মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি থাকে সব সময়। এই মলমাসে লক্ষ্মীর বিশেষ আশীর্বাদ বর্ষিত হবে এদের উপর। এই সময় জীবনে উন্নতি করার প্রচুর সুযোগ পাবেন আপনি। সৌভাগ্যকে সব সময় নিজের পাশে পাবেন এরা। এই মাসে মোটা আর্থিক লাভ হতে পারে কর্কটের জাতক-জাতিকাদের।
বৃষ রাশি
সাধারণ ভাবে শ্রীবিষ্ণুর প্রিয় হন বৃষ রাশির জাতক-জাতিকারা। এঁরা অত্যন্ত পরিশ্রমী ও দৃঢ়চিত্তের মানুষ হন। একবার যা ঠিক করেন, তা করেই ছাড়েন বৃষ রাশির জাতক-জাতিকারা। এই শ্রাবণে নারায়ণের পাশাপাশি মা লক্ষ্মীর আশীর্বাদও লাভ করবেন বৃষ রাশির জাতক-জাতিকারা। এই মাসে যে কাজে হাত দেবেন, তাতেই সফল হবেন আপনি।
তুলা রাশি
মলমাসে তুলা রাশির জাতক-জাতিকাদের উপর লক্ষ্মী ও নারায়ণের কৃপা বজায় থাকবে। তুলা রাশির জাতক-জাতিকারা জীবনে কোনও চ্যালেঞ্জ নিতে ভয় পান না। মলমাসে লক্ষ্মীর কৃপায় তুলার জাতক-জাতিকার ঘরে সুখ ও সৌভাগ্য বজায় থাকবে। কেরিয়ারেরও এই সময় বড় সাফল্য পেতে পারেন আপনি। এই সময় জীবনে কোনও আর্থিক অভাব থাকবে না আপনার।
সিংহ রাশি
লক্ষ্মী ও নারায়ণের প্রিয় পাত্র হন সিংহ রাশির জাতক-জাতিকারা। মা লক্ষ্মীর বিশেষ কৃপায় এই বছর মলমাসে সব কাজেই সাফল্য পাবেন আপনি। কেরিয়ারে প্রচুর উন্নতি করার সুযোগ পাবেন সিংহের জাতকরা। সমাজে সম্মান বাড়বে সিংহ রাশির জাতক-জাতিকাদের। এই সময় ভাগ্য আপনার সঙ্গই থাকবে।