‘এমন পরিবর্তন চাইনি’, পঞ্চায়েত হিংসার জন্য মমতাকে দায়ী করেছিলেন অপর্ণা, ‘মমতা ৩ হাজার বছর ক্ষমতায় থাকুন’, পাল্টা জবাব কবীর সুমনের

বাম জমানার যে সমস্ত বুদ্ধিজীবীরা পরিবর্তন চেয়ে রাস্তায় নেমেছিলেন, তাদের মধ্যে প্রথম সারিতেই ছিলেন পরিচালক তথা অভিনেত্রী অপর্ণা সেন। সেই অপর্ণা সেনই পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে সরব হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করেন মৃত্যু মিছিলের জন্য। এই ঘটনার প্রতিবাদে অন্যান্য বিশিষ্টজনদের সঙ্গে নিয়ে একটি খোলা চিঠিও লেখেন তিনি। এবার তাঁর সেই চিঠির জবাবে তাঁকে কড়া কটাক্ষ করলেন তৃণমূলপন্থী বুদ্ধিজীবী তথা গায়ক কবীর সুমন।
গতকাল, বুধবার এক সাংবাদিক বৈঠক করেন তৃণমূলপন্থী বিশিষ্টজনরা। ছিলেন কবীর সুমন, হরনাথ চক্রবর্তী, অনামিকা সাহা, আবুল বাশার প্রমুখ। অপর্ণা সেন খোলা চিঠিতে বলেছিলেন, এমন পরিবর্তন তিনি চান নি। সেই মন্তব্যের পাল্টা জবাব দিয়ে এদিন কবীর সুমন বলেন, “ আমি ৫ বার বিয়ে করেছি। যতবারই বিয়ে করা হোক না কেন মনে হবে বিয়ে করে ঠিক হয়নি”। কবীর সুমনের কথায়, পরিবর্তন যে কেউ চাইতেই পারেন। যতবারই পরিবর্তন হোক না কেন তাদের পছন্দ হবে না। তাঁর প্রশ্ন, “কিন্তু কেন অপছন্দ সেটি তাঁরা অনুগ্রহ করে জানাবেন”?
মমতা ৩ হাজার বছর ক্ষমতায় থাকুন, চান কবীর সুমন
এরপরই তৃণমূল সরকারের ভূয়সী প্রশংসা করে কবীর সুমন বলেন, “আমি চাই ৩ হাজার বছর মমতা ক্ষমতায় থাকুন”। তাঁর কথায়, “ভোটে তো গোলমাল হবেই। ভোট হয়ে যায় না, করাতে হয়”। ভোট হিংসার ব্যাখ্যা দিতে গিয়ে শাসকের সুরেই কবীর সুমনরা বলেন, “এবারের ভোটে তৃণমূলকর্মীরা সবচেয়ে বেশি মারা গিয়েছে”।
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট ঘোষণা থেকে গণনা পর্যন্ত, একের পর এক হিংসার ঘটনার সাক্ষী থেকেছে বাংলা। ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। কমিশনের ভূমিকা নিয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যপাল। আদালতের ভর্ৎসনার মুখেও পড়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহাকে। বিদ্বজনদের ভূমিকা নিয়ে ওঠে প্রশ্ন। এমন আবহে মুখ্যমন্ত্রীর উদ্দেশে খোলা চিঠি লিখেছিলেন অর্পণা সেন-সহ সমাজের কিছু বুদ্ধিজীবীরা। ভোট হিংসার ঘটনায় সরাসরি মুখ্যমন্ত্রীকে দায়ী করেছিলেন তাঁরা।
কী বলেছিলেন অপর্ণা সেন?
ভোট হিংসা নিয়ে অপর্ণা সেন বলেছিলেন, “তিন বছর ধরে এই অত্যাচার চলছে। নির্বাচনী অত্যাচার, নির্বাচনের আগের অত্যাচার, নির্বাচনের পরের অত্যাচার। পঞ্চায়েত ভোটেও এভাবে মানুষের উপর অত্যাচার হবে! ৫২ জন মানুষ মারা গিয়েছেন। কত মানুষ নিখোঁজ, কত মানুষ ঘরছাড়া”।
হতাশার সুরে পরিচালক তথা অভিনেত্রী বলেন, “খুব ভালো লাগে যে আর বেশিদিন বাঁচতে হবে না। গণতন্ত্র আর অবশিষ্ট নেই। সব শেষ। মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছি। আপনারা সই করুন”।