জ্যোতিষশাস্ত্র

উল্টো রথের পরই ভাগ্য ফিরবে ৩ রাশির, কেটে যাবে আর্থিক সংকট, মিলবে লাভের দেখা, কর্মস্থলে পদোন্নতির সুযোগ

জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, মঙ্গলের গোচরের ফলে একাধিক রাশির ভাগ্যে লাভের দেখা মেলে। আসন্ন সময়ে সেই মঙ্গলেরই গোচর ঘটতে চলেছে। আগামীকাল, বুধবার ২৮ জুন রয়েছে উল্টো রথ। আর উল্টো রথের পরই ঘটবে মঙ্গলের গোচর। এর ফলে বেশ কয়েকটি রাশির জাতক-জাতিকারা লাভের মুখ দেখতে পাবেন।

২৮ জুন উল্টো রথ যাত্রার পর ১জুলাই রয়েছে মঙ্গলের গোচর। আর এই মঙ্গলের গোচরের ফলে লাভের মুখ দেখতে পাবেন মিথুন সমেত একাধিক রাশির জাতক-জাতিকারা। আগামী ১ জুলাই মিথুন রাশিতে প্রবেশ করছে মঙ্গল। সেই দিন ১.৫২ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করছে মঙ্গল। তা এই গ্রহে থাকবে ১৮ অগস্ট পর্যন্ত। এর ফলে একাধিক রাশিতে শুভ প্রভাব পড়বে। 

দেখে নেওয়া যাক সেই রাশিগুলি কী কী-

ধনু রাশি

ধার্মিক কোনও যাত্রা এই সময় লাভ দিতে পারে। কোনও অর্থ সম্পর্কিত কাজে আপনি ভালো মুনাফা পাবেন। ব্যবসায়িক উদ্যম থেকে পাবেন লাভ। সময় আপনার ভালো কাটবে। সম্পত্তি সম্পর্কিত বিবাদ থেকে পাবেন মুক্তি। গাড়ি ও বাড়ি কেনার যোগ তৈরি হতে পারে।

মিথুন রাশি

কোথাও অর্থ লগ্নি করলে তা উত্তোরোত্তর বাড়তে আরম্ভ করবে। বেশ কিছু সম্পত্তি লাভ হতে পারে। শত্রু শক্তিহীন হতে আরম্ভ করবে। ফলে সহজে জয় পেতে শুরু করবেন আপনারা। কর্মস্থলে আপনার আলাদা একটি পরিচিতি লাভ শুরু হবে। সরকারি চাকরির যাঁরা প্রস্তুতিত করবেন, তাঁরা পাবেন লাভ। কর্মস্থলে বহু সরকারি অফিসারের সহযোগিতা পাবেন।

মীন রাশি

মীন রাশির জাতক-জাতিকার ভাগ্যে এই মঙ্গলের গোচর শুভ ফল দিতে চলেছে। এই সময়কালে আপনি পাবেন শুভ ফল। মনের মতো পদোন্নতি পাবেন কর্মস্থলে। বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে আরম্ভ করবে। আত্মবিশ্বাস বাড়বে। সঙ্গে সঙ্গে সাহসও বাড়তে আরম্ভ করবে।

Back to top button
%d bloggers like this: