বিনোদন

টেলিপাড়ায় জোড় গুঞ্জন মিঠাই রানীর সঙ্গে সূর্যর প্রেম কাহিনী! কতটা সত্যি এই ঘটনা? প্রথমবার মুখ খুললেন অভিনেতা

দুজনেই বাংলা টেলিভিশনের অত্যন্ত জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী। একজন স্টার জলসার (Star Jalsha)এই মুহূর্তের সবচেয়ে জনপ্রিয় অভিনেতা অথবা হিরো এবং অন্যজন জি বাংলার সুপারহিট ধারাবাহিক মিঠাইয়ের (Mithai) অভিনেত্রী। হঠাৎ করেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তাদের দুজনের নাম একসঙ্গে জুড়ে গেল। টেলিপাড়ায় জোড় গুঞ্জন দিব্যজ্যোতি (Dibyojyoti Dutta) অর্থাৎ অনুরাগের ছোঁয়ার (Anurager Chowa) সূর্য নাকি প্রেম করছেন পর্দার মিঠাই এর সঙ্গে।

কিন্তু কেন এই গুঞ্জন? তা জানতে গেলে প্রথমেই উঠে আসে তাদের মধ্যে থাকা মিল গুলির কথা। সৌমিত্রসা আর দিব্যজ্যোতি দুজনেই কৃষ্ণভক্ত। এই দুই তারকাকে কৃষ্ণের তিলক কেটে ছবি পোস্ট করতে দেখা যায়। আর এই মিল থেকেই কি দুজনের প্রেম আলাপ শুরু? এই গুঞ্জন বেশ কিছুদিন ধরেই কানে আসছে সকলের তার মধ্যেই প্রথম মুখ খুললেন অভিনেতা।

এই কথা অভিনেতার সামনে বলতেই এক জনপ্রিয় সংবাদ মাধ্যমের কাছে দিব্যজ্যোতি বলেন, ‘আর কতজনের সঙ্গে প্রেম করব আমি? ভুয়ো খবর গুলো কে ছড়ায়? আমি তো উত্তর দিতে দিতে ক্লান্ত’। তিনি আরো বলেন যে এখন এসবের জন্য সময় নেই তার কাছে কাজে মন দিতে চান। কাজটাই মন দিয়ে করতে চান।

কিছুদিন আগেই পা ভেঙেছে দিব্যজ্যোতির। সেখানে সৌমিতৃষা ফোন করে এবং মেসেজ করে খোঁজ নিয়েছে তার, সে কথা নিজের মুখে জানিয়েছে দিব্যজ্যোতি। তবে সেটা শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে। প্রেম-টেমের জন্য একেবারেই সময় নেই তার কাছে। তবে এই নিয়ে এখনো পর্যন্ত অভিনেত্রী কোনো কথাই বলেননি।

কবে থেকে শুরু এই জল্পনা যদি জানতে চান তবে একটু পিছিয়ে গেলে জানতে পারবেন। সোশ্যাল মিডিয়াতে এক মিঠাই ভক্ত সৌমিতৃষা এবং দিব্যজ্যোতির তিলক কাটা ফটো কোলাজ করে পোস্ট করেছিলেন। আর সেই পোস্ট নিজের স্টোরিতে শেয়ার করেছিলেন দিব্যজ্যোতি তখন থেকেই জল্পনা উঠে যে এই দুজন অভিনেতা অভিনেত্রীর যদি প্রেম হয় তাহলে মন্দ হবে না।

Back to top button
%d bloggers like this: