গান নিয়ে অপমান করেছিলেন রূপম ইসলামকে, অথচ তাল-জ্ঞান ভুলে নিজেই রবীন্দ্র সঙ্গীত ভেবে দ্বিজেন্দ্রগীতি গাইলেন ইন্দ্রাণী হালদার, ট্রোলের শিকার অভিনেত্রী

ইন্দ্রাণী হালদার নামটা সকলের মধ্যে বেশ পরিচিত একটা নাম। তিনি যে ভালো অভিনেত্রী, তাতে কারোর মনেই সন্দেহ নেই। কিন্তু ভালো অভিনেত্রী হওয়ার সঙ্গে সঙ্গে ভালো মানুষ হওয়াও বোধ জরুরি। একজন মানুষ কেমন, তা প্রকাশ পায় তাঁর স্বভাব-ব্যবহারে।
এখন সোশ্যাল মিডিয়ার যুগে কোনও ঘটনাই ভাইরাল হতে তেমন সময় লাগে না। ভাইরাল হওয়া নানান ভিডিও দেখে নানান প্রতিক্রিয়া হয় আমাদের মধ্যে। সম্প্রতি অভিনেত্রী ইন্দ্রাণী হালদারের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যদিও ভিডিওটি বেশ পুরনো, কিন্তু সম্প্রতি তা ফের ভাইরাল হয়েছে।
এই ভিডিওতে রয়েছে দু’টি অংশ। একটি অংশে দেখা যাচ্ছে গান গাওয়া নিয়ে রূপম ইসলামকে বেশ তাচ্ছিল্য ভরেই কথা শোনাচ্ছেন তিনি। খুব সম্ভবত রূপম যে গানটি গেয়েছেন, তা তাঁর পছন্দ হয়নি। আর সেই কারণে তিনি মুখের উপর বলে দেন যে সেই গান নাকি নম্বর দেওয়ারই যোগ্য নয়। যদিও রূপম খুব শান্তভাবেই কথা বলেছেন তাঁর সঙ্গে। আর তাঁর সিদ্ধান্তের সম্মানও করেছেন।
ওই ভিডিওর দ্বিতীয় অংশ নিয়েই যত বিতর্ক। সেখানে দেখা যাচ্ছে কোনও একটা জায়গায় শো করতে গিয়েছেন ইন্দ্রাণী হালদার। আর মঞ্চে এক ব্যক্তির সঙ্গে সঙ্গে যুগ্মভাবে গান করবেন বলে স্থির করেন তিনি। সম্ভবত সেই ব্যক্তি সেখানকার স্থানীয় বাসিন্দা ও অভিনেত্রীর অনুরাগী।
ভিডিওতে ইন্দ্রাণী হালদারকে বলতে শোনা যায় যে তিনি নাকি খুব ভালো রবীন্দ্রসঙ্গীত জানেন আর ওই ব্যক্তির সঙ্গে যুগ্মভাবে তিনি রবীন্দ্রসঙ্গীতই গাইবেন। এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু গোল বাঁধল যখন অভিনেত্রী গান শুরু করলেন। মঞ্চে ‘ধন ধান্যে পুষ্পে ভরা’ গানটি গাইলেন তিনি যা আদতে একটি দ্বিজেন্দ্রগীতি। আর সেই গান নিয়েই ব্যাপক ট্রোলের শিকার অভিনেত্রী।
নেটিজেনরা তীব্র নিন্দা করেছেন ইন্দ্রাণী হালদারের এই ঘটনার। তাদের কথায়, তাঁর নিজের গান নিয়ে কোনও জ্ঞান নেই আর তিনি কী না রূপম ইসলামের মতো একজন গায়কের গানের বিচার করেন। নানান ভাবে কটাক্ষ করেছেন নেটবাসীরা অভিনেত্রীকে। কারোর মতে, একজন এত বড় অভিনেত্রী হয়ে তাঁর এই সামান্য জ্ঞানটুকুও নেই যে কোনটা আসলে রবীন্দ্রসঙ্গীত আর কোনটা আসলে দ্বিজেন্দ্রগীতি! ব্যাপক হারে ট্রোলড হয়েছেন অভিনেত্রী তাঁর এমন ভুলের কারণে।