বিনোদন

‘নিজের সিনেমা সংক্রান্ত অযোগ্যতা নিয়ে উনি ওয়াকিবহাল নন, উনি ভাবতেই পারেন উনি সবটা জানেন’, ‘প্রজাপতি’ বিতর্কে কুণালকে খোঁচা অভিনেত্রী মানসী সিনহার

দেব ও মিঠুন চক্রবর্তী অভিনীত ‘প্রজাপতি’ ছবিটি নিয়ে বিতর্ক থামার নয়। নন্দনে জায়গা পায়নি এই ছবি। এই নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করেছে বিরোধী শিবির। তাদের দাবী, এই ছবিতে মিঠুন চক্রবর্তীকে রয়েছেন বলেই ছবিটিকে নন্দনে শো দেওয়া হয়নি। ছবিটি রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

এই বিতর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে মিঠুন চক্রবর্তীর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেছিলেন মিঠুনকে ছবিতে নেওয়া আত্মঘাতী সিদ্ধান্ত। তিনি এও দাবী করেন যে দেব নাকি মুখে বলতে পারছেন না, কিন্তু মিঠুনকে নিয়ে তিনি ভুল সিদ্ধান্ত নিয়েছেন।

তাঁর এহেন মন্তব্যের পাল্টা জবাব দিয়ে অবশ্য দেব বলেছিলেন যে সিনেমা বিষয়টা তাঁর উপরেই ছেড়ে দেওয়া ভালো। কুণালের সিনেমা নিয়ে বিশেষ পড়াশোনা নেই। তিনি এও সাফ জানিয়ে দেন যে ভবিষ্যতে মিঠুন চক্রবর্তীকে নিয়ে তিনি আবার ছবি করবেন। এবার এই বিতর্কে কুণাল ঘোষকে খোঁচা দিলেন অভিনেত্রী মানসী সিনহা।

মানসী সিনহা বামপন্থী বলেই পরিচিত। ‘প্রজাপতি’ বিতর্ক নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “কুণাল ঘোষ নিজের সিনেমা সংক্রান্ত অযোগ্যতা নিয়ে ওয়াকিবহাল নন। আমিও আজ বলতেই পারি কীভাবে দেশ বা অর্থনীতি চালানো উচিত। কিন্তু তা বললে তো আমি আমার অযোগ্যতাকেই তুলে ধরব। ওনার মনে হতেই পারে উনি সবটা জানেন। কিন্তু তা তো আর ঠিক নয়, কী করা যাবে”। মানসীদেবী এও বলেন যে কুণাল ঘোষের কথায় তেমন গুরুত্ব তিনি দিতে চান না।

অভিনেত্রীর মতে, এই ঘটনা থেকে প্রমাণিত যে তৃণমূল না করলে সত্যিই বাংলায় শিল্প করা যাবে না। ‘প্রজাপতি’ ছবিতে দেব থাকা সত্ত্বেও শুধুমাত্র মিঠুন চক্রবর্তী রয়েছেন বলে সেই ছবি নন্দনে জায়গা পায় না, এটা দেব বা মিঠুনের ক্ষতি নয়, এটা নন্দনের ক্ষতি যে ওই ছবি নন্দনের সিনেমার তালিকায় থাকল না। এমনটাই মনে করছেন মানসীদেবী।

কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব প্রসঙ্গে মন্তব্য করে তিনি জানান যে আগে আগে তিনি চলচ্চিত্র উৎসবে যাওয়ার আমন্ত্রণ পেতেন। কিন্তু তৃণমূলের বিরুদ্ধে কথা বলার পর থেকে তা আর পান না। অভিনেত্রীর কথায়, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এখন নিজের আমেজ হারিয়ে ফেলেছে। এখন তা শুধুমাত্র ‘তৃণমূলের উৎসব’-এ পরিণত হয়েছে।

কিন্তু ‘প্রজাপতি’ ছবি নিয়ে মুষ্টিকয়েক তারকা ছাড়া তেমনভাবে শিল্পীমহল থেকে কোনও মন্তব্য করতে শোনা যায়নি। মিঠুন চক্রবর্তীর অভিনয় দক্ষতা নিয়ে কথা উঠলেও সেভাবে কেউ কুণালের মন্তব্যের প্রতিবাদ করেন নি। এমনটা কেন? মানসীদেবীর মতে, কোনও কোনও শিল্পী কিছুটা চাপের মুখে পড়েই চুপ রয়েছেন আর বাকিরা হয়ত কুণাল ঘোষের মন্তব্যকে সেভাবে গুরুত্বই দিতে চান নি। ‘কে কুণাল ঘোষ’, এভাবেই তাঁর মন্তব্যকে উপেক্ষা করেছেন বলে মত অভিনেত্রীর।

Back to top button
%d bloggers like this: