রাজ্য

পঞ্চায়েত ভোটের আগে ফের বোমাবাজি রাজ্যে! ABVP কর্মীর বাড়িতে পড়ল বোমা, অভিযোগের তীর তৃণমূলের দিকে

সামনেই পঞ্চায়েত নির্বাচন (Panchayet Election)। তা নিয়ে প্রস্তুতি শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। নিজেদের মতো করে ভোটের ময়দানে ঘুঁটি সাজাচ্ছে তারা। চলছে সভা-পাল্টা সভা, আক্রমণ-প্রতি আক্রমণ। এমন আবহে এবার ফের বোমাবাজির (bombing) ঘটনা ঘটল রাজ্যে। এক অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ অর্থাৎ এবিভিপি (ABVP) কর্মীর বাড়িতে বোমা ফেলার অভিযোগ উঠল। এই ঘটনায় তৃণমূলের (TMC) দিকে আঙুল তোলা হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ।

সকলেই যখন বর্ষশেষের আনন্দে মেতে উথেছেন, তখন হঠাৎ করেই দুর্গাপুরে ঘটল বোমাবাজির ঘটনা। ভরসন্ধ্যেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) এক সক্রিয় কর্মীর বাড়িতে পড়ল বোমা। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর চন্ডীদাস অ্যাভিনিউ এলাকায়।

জানা গিয়েছে, গতকাল, শুক্রবার সন্ধ্যেয় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বা এবিভিপি কর্মী নিখিল রায় বাড়িতে ছিলেন না। তখনই তাঁর বাড়িতে বোমা পড়ে। এক বন্ধুর মারফত খবর পেয়ে তিনি সঙ্গে সঙ্গে বাড়িতে এসে দেখেন ঘর ধোঁয়ায় ভর্তি হয়ে গিয়েছে। চারিদিকে ছড়িয়ে আসবাবপত্র, কাঁচের টুকরো ও বোমের সুতলি ছিটিয়ে রয়েছে।

এই বোমাবাজির ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলেছেন ওই এভিবিপি কর্মী। দুর্গাপুর থানার পুলিশ এই ঘটনার তদন্ত শুরু করেছে। আনারস রায় নামের এক ব্যক্তি জানান, “আমরা ভিতরে ছিলাম। অনেক জোরে আওয়াজ হয়। সেই দৌড়ে যাই দেখার জন্য কী হয়েছে। তখন দেখি গোটা ঘরের জিনিসপত্র ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। কালো ধোঁয়া উঠছে”।

এবিভিপি কর্মী নিখিল রায় এই ঘটনা প্রসঙ্গে বলেন, “আমি বেরিয়েছিলাম বন্ধুদের সঙ্গে চা খেতে। সেই সময় ফোন আসে। আমার ভাই জানায় যে বোম পড়েছে। আমি ১০ মিনিটের মধ্যে নিজের ঘরে এসে দেখি গোটা ঘরে কাচের টুকরো পড়ে রয়েছে। ধোঁয়া-ধোঁয়া হয়ে রয়েছে। এরপর আমি থানায় খবর দেই। থানার ওসি-আইসিরা আসেন।এগুলো তৃণমূল ছাড়া আর কেউ করেনি। আগে কলেজে মার খেয়েছি।এখন বাড়িতে চলে এসেছে। কতদিন চলবে এইসব”।

এই ঘটনায় পাল্টা দাবী করে তৃণমূলের স্থানীয় নেতা জানিয়েছেন, “আমরা শুনেছি যে নিখিলের বাড়িতে বোমা পড়েছে। তবে আমরা জানি যে ওর বাড়ির বাইরে বেআইনি কাজ-কারবার চলত। অনেক সমাজবিরোধীদের যাতায়াত ছিল। আমি পুলিশকে বলব সঠিক তদন্ত করতে। এর সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই”।

Back to top button
%d