খড়কুটো ছাড়ছেন তৃণা সাহা! মুষড়ে গুনগুনপ্রেমীরা, কি বলছেন অভিনেত্রী

তাঁর দুষ্টু-মিষ্টি অভিনয় মজে বাঙালি ধারাবাহিক প্রেমীরা। টিআরপিতেও প্রতি সপ্তাহে ভালোই ফল করছে খড়কুটো। এই রকম সময়ই এবার নেট দুনিয়ায় শোরগোল ওঠে, জনপ্রিয় ধারাবাহিক খড়কুটো ছাড়ছেন সদ্য বিবাহিতা তৃণা সাহা!
আজ অর্থাৎ শনিবার সকালে সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে দাবি করা হয়, শীঘ্রই বদল হতে চলেছে জনপ্রিয় বাংলা ধারাবাহিক ‘খড়কুটো’র নায়িকা। তৃণার বদলে নাকি দেখা যাবে অন্য কোনও অভিনেত্রীকে। আর এই কথা শুনে রীতিমতো মুষড়ে পড়েন তৃণা ভক্তরা। কে নিতে পারে তৃণার জায়গা?
আরও পড়ুন- সাত মাসের সাধভক্ষণ মধুবনীর, শাশুড়ি মা-র উদ্দেশ্যে কী বললেন অভিনেত্রী?
সত্যিই কি চরিত্র বদল হচ্ছে? তবে নিজের ভক্তদের আশ্বস্ত করে তৃণা জানালেন পুরোটাই গুজব। সব জল্পনাতে জল ঢেলে, তৃণা জানিয়েছেন, তিনি এখনও খড়কুটোর সেটেই রয়েছেন। শ্যুটিং চালিয়ে যাচ্ছেন। কেউ এই ধরণের কথা বলে থাকলে তা অবশ্যই সত্যি নয়। অভিনেত্রীর কথায়, চুটিয়ে শ্যুটিং করছেন তিনি। ধারাবাহিক ছাড়ার কোনো প্রশ্নই নেই। এই নিয়ে মন্তব্য করাটা অপ্রাসঙ্গিক বলেও মনে করেন তৃণা।
আরও পড়ুন- টলি পাড়ায় লেগেছে বসন্তের হাওয়া, কোন তারকা কার সঙ্গে প্রেম করছে, দেখে নিন
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া খানিকটা দাবানলের মতোই ছড়িয়ে পড়েছিল তৃণার খড়কুটো ছাড়ার গুঞ্জন। কিন্তু সামাজিক মাধ্যমে খুব বেশিক্ষণ স্থানী হতে পারেনি অনামী পোস্টটি। সমস্ত গুঞ্জন উড়িয়ে দিয়ে-ধারবাহিকেই রয়েছেন জানিয়ে অনুরাগীদের চিন্তামুক্ত করেন তৃণা।