রাজ্য

বাড়ছে জল্পনা, বাম দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়ে টিকিট পাবেন কি শঙ্কর ঘোষ?

রাজ্য রাজনীতিতে দলবদলের পালা অব্যাহত রেখে দীর্ঘদিনের বামপন্থী নেতা শঙ্কর ঘোষ যোগ দিয়েছেন গেরুয়া শিবিরে। দুদিন আগে বামফ্রন্ট ছেড়ে দলের অভ্যন্তরীণ সমস্যা নিয়ে মুখ খুলেছিলেন তিনি। সেই সঙ্গে পুরনিগমের প্রশাসক মণ্ডলী থেকেও পদত্যাগ করেছেন তিনি। তারপর থেকেই উত্তরবঙ্গের রাজনীতিতে শঙ্কর ঘোষকে নিয়ে জল্পনা চলছে। মনে করা হচ্ছে, তিনি প্রার্থী হতে পারেন বিজেপির।

অশোক ভট্টাচার্যের ঘনিষ্ঠ শঙ্কর ঘোষ বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, সাংসদ রাজু বিস্তের উপস্থিতিতে বিজেপিতে যোগ দেন। বৃহস্পতিবার রাতে নার্সিংহোমে শঙ্কর ঘোষের মাকে দেখতে গিয়েছিলেন রাজু বিস্ত। শিলিগুড়িতে ওমপ্রকাশ মিশ্রকে প্রার্থী করেছে তৃণমূল। সিপিএম প্রার্থী অশোক ভট্টাচার্য, ডাবগ্রাম-ফুলবাড়িতে তৃণমূল প্রার্থী গোতম দেব, সিপিএমের দিলীপ সিংহ। এখন বিজেপি শঙ্করের নাম ঘোষণা করে কিনা সেটাই দেখার।

এই বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেবে বিজেপি। এই বিষয়ে সদ্য বিজেপি নেতা শঙ্কর ঘোষ জানান, “৩ দশক ধরে বাম রাজনীতি করেছি। ওঁদের থেকে অনেক কিছু শিখেছি। আমি দলবদলের পর যে ভাষায় আক্রমণ করা হয়েছে, সেটা অনভিপ্রেত। যে দলে যোগ দিয়েছি, তাঁরা যা বলবে সেটাই করব।” অন্যদিকে দীর্ঘদিনের সঙ্গী শঙ্কর ঘোষ ছেড়ে যাওয়ায় কিছুটা হলেও বিষাদের সুর অশোক ভট্টাচার্যের গলায়। তিনি বলেন, ‘‘শঙ্কর উচ্চ শিক্ষিত ছেলে। নীতি আদর্শ ছেড়ে এমন একটা দলের কাছে আত্মসমর্পণ করল সেটা ভাবা যায় না।”

Back to top button
%d