অবশেষে খোঁজ মিললো ঋত্বিকের মনের মানুষের! চুটিয়ে প্রেম করছেন এই অভিনেতা! আর এই কথা ফাঁস করলেন খোদ টুকাই বাবুর উর্মি অর্থাৎ অন্বেষা

বৃহস্পতিবার ‘মন একে একে দুই’ গানে একটি রিল ভিডিয়ো শেযার করেন ঋত্বিক। আর ক্যাপশনে লেখেন, ‘Eta tor jonno @subratabarishwala’। আর এই পোস্টেই কমেন্ট করলেন অন্বেষা হাজরা। লিখলেন, ‘ভাই আমার প্রেমে পড়েছে’। জবাবে ঋত্বিক লিখলেন, ‘লিরিক্সের প্রেমে #barishwala’।
টেলিভিশন হোক বা টলিউড, তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে জানতে বরাবরই আগ্রহ রয়েছে দর্শকদের। তাঁদের দৈনন্দিন জীবন থেকে শুরু করে তাঁরা কার সঙ্গে প্রেম করছেন, কাদের সঙ্গে সম্পর্কে জড়ালেন সবটা নিয়েই কৌতুহল রয়েছে দর্শকদের। বিশেষ করে টেলিভিশন তারকাদের নিয়ে। কারণ প্রতিদিন সন্ধ্যা হলেই টিভির পর্দায় চলে আসেন এই তারকারা। তাই তাঁদের সঙ্গে দর্শকদের কানেকশন অনেকটাই বেশি। টেলি পাড়ার গুঞ্জন, এই পথ যদি না শেষ হয় সাত্যকি ওরফে ঋত্বিক নাকি চুটিয়ে প্রেম করছেন অভিনেত্রী শ্রীতমা মিত্রের সঙ্গে। যদিও তাঁদের এই সম্পর্ক নিয়ে কোনও মন্তব্য করতে রাজি নন ঋত্বিক বা শ্রীতমা কেউই।
এই পথ যদি না শেষ হয় সিরিয়ালের মাধ্যমে রাতারাতি জনপ্রিয়তা পান সাত্যকি ওরফে ঋত্বিক মুখোপাধ্যায়। অন্যদিকে শ্রীতমাকে দেখা গিয়েছিল উমা সিরিয়ালে। তবে এখন ঋত্বিক ও শ্রীতমা দুজনেই একসঙ্গে অভিনয় করছেন মন দিতে চাই মেগাতে। যদিও এই সিরিয়াল সেভাবে দর্শকদের মন জয় করতে পারেনি। কিন্তু এই সিরিয়ালের সেটেই অনস্ক্রিন শ্যালিকা ‘দোয়েল’-এর সঙ্গে সোমরাজ ওরফে ঋত্বিকের কেমিস্ট্রির চর্চা তুঙ্গে। শোনা যাচ্ছে, সিরিয়ালের দুই তারকা ইতিমধ্যেই নাকি মন দেওয়া-নেওয়া করে নিয়েছেন।
View this post on Instagram
সদ্য অনুষ্ঠিত এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও ঋত্বিক ও শ্রীতমাকে একসঙ্গে আসতে দেখা গিয়েছে। এখানেই শেষ নয়, তাঁরা টুইনিং করে দুজনেই কালো পোশাকে সেজেছিলেন। একসঙ্গে ছবিও পোস্ট করেছেন। এরপর থেকেই তাঁদের দুজনের সম্পর্ক নিয়ে চর্চা কিন্তু তুঙ্গে। যদিও নিজেদের এই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে এখনই কিছু বলতে নারাজ তাঁরা। কিন্তু প্রায়ই সোশ্যাল মিডিয়ায় তাঁদের ছবি পোস্ট এবং সেই ছবির ক্যাপশন কিন্তু অন্যধরনের ইঙ্গিত দিচ্ছে।
বর্তমানে ‘মন দিতে চাই’ ধারাবাহিকে জুটি বেঁধেছেন অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় ও অরুণিমা হালদার। জি বাংলায় রাত সাড়ে দশটার স্লটে আসছে এই মেগা। তবে টিআরপি সেভাবে বাড়াতে পারেনি। অন্যদিকে খবর রয়েছে অন্বেষা ছোট পরদা নয়, জলদিই ফিরবেন বড় পরদায়। তাঁকে দেখা যাবে মৈনাক ভৌমিকের চিনি ২ সিনেমায়। কেন্দ্রীয় চরিত্র না হলেও অভিনেত্রী জানিয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলবে তাঁর। সঙ্গে জানান, ছোটপর্দার একটা প্রজেক্ট নিয়েও কথাবার্তা চলছে। তবে ফাইনাল কিছু হয়নি।