বড় দুঃসংবাদ! ইকোপার্কে বাতিল অরিজিৎ সিংয়ের কনসার্ট, মমতার সামনে দাঁড়িয়ে ‘গেরুয়া’ গান গাওয়ারই কী ফল, প্রশ্ন বিজেপি নেতা অনুপম হাজরার

অরিজিৎ সিংয়ের ইন্ডিয়া ট্যুর কনসার্ট নিয়ে তাঁর ভক্তদের মধ্যে উচ্ছ্বাসের অন্ত নেই। ইতিমধ্যেই বেশ কয়েকটি শহরে হওয়া অরিজিতের এই কনসার্ট রীতিমতো ঝড় তুলেছে বলা যায়। কলকাতাবাসী এখন অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে তাদের শহরে অরিজিতের কনসার্ট হবে।
কথা ছিল যে আগামী ১৮ই জানুয়ারি ইকোপার্কে অরিজিৎ সিংয়ের কনসার্ট হবে। ইতিমধ্যেই বিক্রি হয়ে গিয়েছে টিকিট। ২৫০০ থেকে শুরু করে ৫০০০০ টাকা পর্যন্ত টিকিটের দাম ওঠে। আপাতত এই কনসার্টের অপেক্ষায় অরিজিতের ভক্তরা। কিন্তু এর মাঝেই এল দুঃসংবাদ। যা পরিস্থিতি তাতে জানা যাচ্ছে যে ইকোপার্কে অরিজিৎ সিংয়ের কনসার্ট বাতিল হতে পারে।
জানা গিয়েছে, হিডকোর তরফে ইকোপার্কে অরিজিৎ সিংয়ের গানের অনুষ্ঠানের জন্য বুক করার অগ্রিম ৫,০০,০০০ টাকা ইতিমধ্যেই আয়োজক সংস্থাকে ফেরত দেওয়া হয়েছে। আর এর ফলেই আয়োজক সংস্থার মাথায় রীতিমতো বজ্রাঘাত হয়েছে। একদিকে ভক্তদের মধ্যে বাড়ছে উচ্ছ্বাস ও অন্যদিকে ইকো পার্ক নিয়ে বাড়ছে দুশ্চিন্তা।
ইতিমধ্যেই ইকো পার্কের বদলে অন্য কয়েকটি জায়গা নিয়েও ভাবনা চিন্তা শুরু করা হয়েছে। শোনা যাচ্ছে, মিলনমেলা প্রাঙ্গন, অ্যাকোয়াটিকা অথবা নিকো পার্কে এই অনুষ্ঠান করা যায় কী না, তা নিয়ে ভাবনা-চিন্তা শুরু হয়েছে।
কিন্তু কেন হঠাৎ বাতিল হচ্ছে এই কনসার্ট? হিডকোর তরফে জানানো হয়েছে যে এর আগে বড় মাপের বিনোদনমূলক কোনও অনুষ্ঠানের জন্য ইকোপার্ক ব্যবহার করা হলে তার ক্ষতি হয়েছে যথেষ্ট। আর অরিজিতের কনসার্টে যে দর্শক সংখ্যা মাত্রা ছাড়াবে, তা বলাই বাহুল্য। সেই কারণে কোনওরকমের ঝুঁকি নিতে নারাজ প্রশাসন ও ইকো পার্ক কর্তৃপক্ষ।
কিন্তু ইকো পার্কে যদি অরিজিতের কনসার্ট বাতিল হয়, তাহলে তা কোথায় হবে, তা নিয়ে উদ্বেগ বেড়েছে সকলের মধ্যে। অরিজিতের কনসার্টে যে পরিমাণ দর্শক আসার কথা, সেই সংখ্যক দর্শক ধরানোর জন্য কলকাতায় তেমন জায়গা নেই। সেই কারণে মনে করা হচ্ছে যে কলকাতায় হয়ত অরিজিতের কনসার্ট বাতিল হলেও হতে পারে।
এহেন জল্পনার মধ্যেই এবার শাসক দলের দিকে প্রশ্ন ছুঁড়ে দিলেন বিজেপি নেতা অনুপম হাজরা। তাঁর কথায়, “দিদিমণির সামনে গেরুয়া গাওয়ার খেসারত”? আসলে, কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সূচনা অনুষ্ঠান মঞ্চে অরিজিৎ সিংকে গান গাওয়ার আর্জি জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় ‘রঙ দে মোহে গেরুয়া’ গানটি করেন তিনি।
সেই কারণেই বিজেপি নেতার প্রশ্ন যে মমতার সামনে ‘গেরুয়া’ গান করার জন্যই কী তাহলে ইচ্ছা করেই প্রশাসনের তরফে ইকোপার্কে অরিজিতের কনসার্ট বাতিল করে দেওয়া হল? যদিও এই জল্পনা যে একেবারেই উড়িয়ে দেওয়ার মতো নয়, তাও বলছেন নেটিজেনরা।