যথার্থ তুলনা! মমতা টলিউডের জন্য যা করেছেন তা হলিউডেও কেউ করেনি, অভিনেতাদের বিজেপি যোগে মন্তব্য অরূপের

গতকালই মহা আড়ম্বরে মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়’র উপস্থিতিতে হইচই করে বিজেপিতে যোগ দিয়েছেন যশ দাশগুপ্ত, সৌমিলি বিশ্বাস, পাপিয়া অধিকারী, শর্মিলা ভট্টাচার্যরা। আর আজ টলিউড তথা তৃণমূলের ভাঙন ধরিয়ে বিজেপিতে যোগ দিলেন যুব তৃণমূলের প্রাক্তন সহ সভাপতি হিরণ চট্টোপাধ্যায়।
প্রতিদিন টলিউডের বিভিন্ন তারকা বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী অরুপ বিশ্বাস।
আজ তিনি বলেন, ‘কোন অভিনেতা কোথায় যাচ্ছেন, কি বাঁচাতে যাচ্ছেন জানিনা। তবে এটুকু বলতে পারব যে, মমতা বন্দ্যোপাধ্যায় টলিউডের জন্য যা করেছেন, তা কেউ হলিউডেও করেন নি। যারা আজ বিজেপিতে যাচ্ছেন, আগামী দিনে তাঁরা আবার ফিরে আসবেন।”
প্রসঙ্গত উল্লেখ্য, অভিনেতা হিসেবে কোনদিনই দাগ কাটতে পারেননি হিরণ। কিন্তু ভোটের বাজারে ফায়দা তুলতে তিনিও হাজির। বিজেপির ঝান্ডা হাতে তুলেই বললেন, এই বাংলা থেকে অলক্ষ্মীকে দূর করতে চান তিনি। যতদিন না বাংলায় লক্ষ্মী আসছে আর্থ সামাজিক বা পরিকাঠামোগত উন্নয়ন কিছুই হবে না। ভোটের আগে শুধু পাঁচ টাকায় ডিম ভাত খাইয়ে মানুষকে আর বোকা বানানো যাবে না, এমন মন্তব্যও করেন তিনি।