সেল…সেল…সেল…সেলেবস! কাকে ঠুকলেন শ্রীলেখা?

তিনি বরাবরের স্পষ্টবক্তা এবং ঠোঁটকাটা। অভিনয় জগতে(কমার্শিয়াল সিনেমায়) নিজেকে অতটা সুপ্রতিষ্ঠিত করতে পারেননি এই নায়িকা এবং এর জন্য তিনি টলিউডের বেশ কিছু বড় নামের বিরুদ্ধে খোলাখুলি অভিযোগ জানিয়েছেন।যে অভিযোগ প্রকাশ্যে আসার পরই রীতিমতো হইচই পড়ে গিয়েছিল টলিউডে। আর তারপর থেকেই একের পর এক প্রজেক্ট হারাতে শুরু করেন শ্রীলেখা মিত্র। তবে তাতে শ্রীলেখার কিছু যায় এসেছে বলে মনে হয় না। তিনি ফেসবুকে যেরকম ঠোঁটকাটা বক্তব্য রাখেন, সেরকমই রেখে চলেছেন। আজকেই তিনি এমন একটি পোস্ট করেছেন যা দেখে কানাকানিতে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়া এবং টলিউডের ভেতরের অন্তর্দ্বন্দ্ব ফের একবার প্রকাশ্যে এসেছে।
বর্তমানে তৃণমূল ছেড়ে প্রচুর তারকা বিজেপিতে যোগদান করছেন। কিছুদিন আগেই রুদ্রনীল, গতকাল যশ এবং আজকে হিরণ বিজেপিতে যোগদান করেছেন। এছাড়াও বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায় অমিত শাহ কে নিয়ে নিজের লেখা বই সম্প্রতি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করে তার হাতে তুলে দিয়েছেন। আস্তে আস্তে অনেক টলিউড তারকাই পদ্মফুল শিবিরের দিকে ঝুঁকছেন। আর এখানেই রাগ হয়েছে শ্রীলেখার। তাই এই অভিনেত্রী নিজের রাগ সামলাতে না পেরে ফেসবুকে বিস্ফোরক পোষ্ট করেই ফেলেছেন।
সেল…সেল…সেল…সেলেবস,এই হল তার পোস্ট। তবে এখানে তিনি সাবধান বাণী শুনিয়েছেন, তিনি সেলেবসদের উদ্দেশ্যে এই কথা বলেছেন, শিল্পীদের উদ্দেশ্যে নয়। আর এখানেই জমে উঠেছে জল্পনা। অনেকেই তার ঠোঁটকাটা স্বভাবের প্রশংসা করছেন আবার অনেকেই বলছেন যে তিনি বাড়াবাড়ি করছেন। কে কোন রাজনৈতিক মতাদর্শ নিয়ে চলবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার সেখানে শ্রীলেখার ব্যঙ্গ করা সাজে না।
অন্যদিকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে শ্রীলেখা লিখেছেন, আমার নিন্দুকেরা যারা আমাকে মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করেছিলেন তাঁরা আশা করি খানিকটা উত্তর পেলেন। তার এই পোস্ট ঘিরেও চলছে তুমুল বাকবিতণ্ডা। সোশ্যাল মিডিয়ায় উত্তাপ বাড়িয়ে নিজে কিন্তু নিরুত্তাপ রয়েছেন এই অভিনেত্রী এবং একের পর এক জ্বালাময়ী পোস্ট করে আগুন জ্বালাচ্ছেন শ্রীলেখা যা থেকে প্রকাশ্যে এসে পড়ছে টলিউডের ভেতরের কলহ।