টাকা বেশি চাওয়ায় সিনেমা থেকে বাদ পড়লেন মৌনি! কে অভিনয় করবে তার জায়গায়? জেনে নিনL

পশ্চিমবঙ্গের কোচবিহারের জেলার মেয়ে হলেন মৌনি রায়। তার ইশারায় এখন বলিউড কাঁপাছে। হিন্দি টেলিভিশন ইন্ডাস্ট্রি দিয়ে কেরিয়ার শুরু করা মৌনি ইতিমধ্যেই কাজ করেছেন রণবীর-আলিয়া, অক্ষয় কুমারের মতো সুপারস্টারের সঙ্গে। ‘নাগিন’ খ্যাত অভিনেত্রীকে আপতত দেখা যাচ্ছে ‘ডান্স বাংলা ডান্স’-এর বিচারক হিসাবে। টলিউড এবার আসতে চলেছেন মৌনি, এমন গুঞ্জন সপ্তাহ-দুয়েক আগেই শোনা গিয়েছিল। খবর ছিল, ‘ব্যোমকেশ’ দেবের ‘সত্যবতী’ হিসাবে দেখা যাবে মৌনিকে। এই ঘটনা সত্য নয় এমনটাই জানান মৌনি।
এবার দর্শকদের মনে একটাই প্রশ্ন বিচরণ করছে মৌনি রয় যদি না হন তাহলে ‘দুর্গরহস্য’ অবলম্বনে বিরসা দাশগুপ্ত পরিচালিত ‘ব্যোমকেশ’ ছবিতে সত্যবতী কে হচ্ছেন? এই নিয়ে জোরচর্চা টলিগঞ্জের অন্দরে। মুম্বাইয়ের অধিবাসী, আরেক নায়িকাকেই নাকি এই চরিত্রের কাজ করা হবে এমনটাই জানা যাচ্ছে নির্মাতাদের থেকে। গুঞ্জন, সত্যবতীর চরিত্রে দেখা মিলতে পারে পূজা বন্দ্যোপাধ্যায়ের। হিন্দি টেলি ইন্ডাস্ট্রির পরিচিত মুখ পূজা। তিনি আগেও টলিউডের কাজ করেছেন। দেবের সঙ্গে ‘হইচই আনলিমিটেড’ ছবিতে অভিনয় করেছেন এই সুন্দরী। সদ্য়ই রাজা চন্দের ছবির কাজ শেষ করেছেন, যেখানে প্রসেনজিৎ চট্টোপাধ্য়ায়ের নায়িকা হিসাবে দেখা যাবে পূজাকে। ইতিমধ্যেই নাকি সত্যবতীর চরিত্রের জন্য অফার গিয়েছে পূজার কাছে, তবে কৃশিবের মা এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। এই প্রসঙ্গে এক সংবাদমাধ্যমকে অভিনেত্রী জানান, ‘কথা হয়েছিল। কিন্তু এখনও কিছু পাকা হয়নি’।
‘ডান্স বাংলা ডান্স’-এর মঞ্চে অনুপস্থিত মৌনি কিন্তু তার পরিবর্তে দেখা যাচ্ছে পূজা কে, দর্শকরা ভাবছেন এখানেও বোধহয় মৌনির জায়গা দখল করেছে অভিনেত্রী পূজা। জানা যাচ্ছে, সত্যবতীর চরিত্রের জন্য মৌনিই প্রথম পছন্দ ছিলেন নির্মাতাদের। একটি রিয়ালিটি শো-এর সূত্রে দেবের সঙ্গে আলাপ নায়িকার। তবে চরিত্রে জন্য আকাশছোঁয়া পারিশ্রমিক চেয়ে বসেন বলিউডের নায়িকা, এর জেরেই সরে দাঁড়ান ‘ব্যোমকেশ’ নির্মাতারা।
গত ২৮শে জানুয়ারি শরদিন্দু বন্দ্যোপাধ্যায় সৃষ্ট বাঙালির জনপ্রিয় গোয়েন্দা চরিত্র কে বাংলায় ফিরিয়ে আনা হবে এমনটাই ঘোষণা করেছিলেন দেব। শুধু অভিনেতা নয়, এই ছবির প্রযোজনার দায়িত্বেও থাকছেন টলি তারকা। দেবের প্রোডাকশন হাউজ- দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স এবং শ্যাডো ফিল্মসের যৌথ উদ্যোগে তৈরি হতে চলেছে ‘ব্যোমকেশ দূর্গ রহস্য’।
দেব ভক্তদের জন্য রয়েছে একটি সুখবর, সম্ভবত পুজোর সময়ে সম্ভবত পুজোর সময়ে মুক্তি পাবে দেব অভিনীত ‘বাঘাযতীন’। সেই ছবির শ্যুটিং নিয়ে এতদিন ব্যস্ত ছিলেন নায়ক। ছবিতে দেবের নায়িকা নবাগতা সৃজা দত্ত। শোনা যাচ্ছে, ‘বাঘাযতীন’-এর আগে অগস্ট মাসেই নাকি মুক্তি পাবে ‘ব্যোমকেশ দূর্গ রহস্য’। কিন্তু হাতে একদম সময় নেই, তাই চটজলদি কাস্টিং চূড়ান্ত করে মে মাসেই শ্যুটিং শুরুর পরিকল্পনা রয়েছে দেবের। ব্যোমকেশের বেশে কেমন লাগবে অভিনেতাদেরকে? ব্যোমকেশ হিসেবে তাকে দেখতে উৎসুক তার ভক্তরা।