বিনোদন

বাংলা মোদের গর্ব, মাতৃভাষা দিবসে ডিজিটাল কনসার্টের আয়োজন ক্যাকটাসের!

বাংলা আমাদের প্রাণের ভাষা, বাংলা আমাদের মাতৃভাষা। প্রতিবছর একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। যেখানে গোটা জগতের বাঙালিরা বাংলা ভাষা নিয়ে চর্চায় মত্ত হয়ে ওঠেন। বর্তমানে করোনা পরিস্থিতিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কতটা আড়ম্বর সহকারে পালন করা যাবে তা নিয়ে চলছে আলাপ-আলোচনা।

তবে পালন তো হবেই আর সেই জন্যেই The Eventors India ও CACTUSS একসঙ্গে হাল ধরেছে এই দিনকে আরো জমজমাট দিনে পরিণত করার। ক্যাকটাসের সঙ্গে এই দিন আরও পাঁচটি নতুন বাংলা ব্যান্ড থাকবে যারা বাংলা গানে মাত করবে গোটা দুনিয়া।

শো-এর নাম দেওয়া হয়েছে CONCERT DE KOLKATA । সব থেকে বড় কথা হচ্ছে এই কনসার্ট সম্পূর্ণ বিনামূল্যে বাঙালি দেখতে পাবে। কারণ এটি কলকাতার প্রথম ওপেন ডিজিটাল কনসার্ট যেখানে কোন টিকিট লাগছে না। শুধু লাগবে ফোন নয় তো কম্পিউটার।

তাই আগামী রবিবার সন্ধ্যা সাতটায় বাঙালিকে তৈরি থাকতে বলেছেন ক্যাকটাসের অন্যতম প্রাণ সিধু। অনেক বড় শো হবে, কথা দিয়েছেন গায়ক। কোথায় দেখা যাবে শো? শো’টি দেখা যাবে The Eventors ও Sidhu-র OFFICIAL FACEBOOK PAGE -এ।

আপনি তৈরি তো?

Back to top button
%d bloggers like this: