বিনোদন

পরিচালক মিলন ভৌমিকের ছবি: বড় পর্দায় নিয়ে আসছেন দুই নরেন -এর কাহিনী

নরেন বলতে আপামর বাঙালি একজনকেই চেনে। সেটা হল নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ স্বামী বিবেকানন্দ। কিন্তু আজকাল অনেকে নরেন বলতে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কথাও বলে থাকেন। আর এই দুই নরেন- এর গল্প নিয়েই এবার বড় পর্দায় আসতে চলেছে একটি ছবি। নরেন্দ্রনাথ দত্ত ও নরেন্দ্র মোদী-কে মিলিয়ে দিয়ে পরিচালক মিলন ভৌমিক তৈরি করতে চলেছেন ‘এক অউর নরেন’ নামের একটি ছবি। এই ছবির মুখ্য ভূমিকায় থাকছেন টলিউড, বলিউড ও সেই সঙ্গে হলিউডের অভিনেতারাও।

তবে মিলন ভৌমিকের ছবির মূল বিষয়বস্তু ঠিক কি? চিত্রনাট্য কিছুটা এইরকম যে, উনিশ শতকে বাংলা তথা ভারতের অন্যতম শ্রেষ্ঠ ধর্মপ্রচারক ছিলেন স্বামী বিবেকানন্দ। যিনি দেশকে একটা আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছিলেন। এখন আমরা আরও এক নরেন্দ্রকে পেয়েছি। যাঁর জীবনযাপন বহু ছোট বয়স থেকেই মানুষের সেবায় নিয়োজিত। তাঁর নেতৃত্বেও ২১ শতকে ভারতবর্ষ এক আলাদা উচ্চতায় পৌঁছেছে। ৪৫০ বছর আগে কোনও এক ভবিষ্যৎদ্রষ্টা ভবিষ্যতবাণী করে গিয়েছিলেন, কোনও এক যুগপুরুষ তাঁর গতিশীল সিদ্ধান্ত ও উন্নয়নমুখী চিন্তাভাবনা দিয়ে ভারতকে এগিয়ে নিয়ে যাবে।”

গল্পে আরও রয়েছে, “তিনি কোটি কোটি ভারতবাসীর স্বপ্ন এবং প্রত্যাশার এক কিরণ হয়ে উঠবেন। তাঁর মাধ্যমে রামরাজ্য স্থাপিত হবে এবং সনাতন ধর্ম ও হিন্দুত্বের দর্শনের ব্যাপক প্রশংসিত হবে।” জানা গিয়েছে, ২৭ ফেব্রুয়ারি, শনিবার এই ছবির শুভ মহরৎ-এ উপস্থিত ছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।

Back to top button
%d bloggers like this: