বিনোদন

‘এক দো তিন’ গানে চুটিয়ে নাচ রানিমার, মা-বাবার বিবাহবার্ষিকী মঞ্চ মাতালেন দিতিপ্রিয়া

এ যেন এক অন্য রানিমা। কোথায় সেই গাম্ভীর্য, কোথায় সেই ভারীত্ব, এ যে এক ছোট্ট মেয়ে আনন্দে মেতে উঠেছে সকলের সঙ্গে। হ্যাঁ, ঠিকই ধরেছেন, রানিমা মানে দিতিপ্রিয়ার সম্পর্কেই কথা হচ্ছে। ‘করুণাময়ী রাই রাসমনি’ ধারাবাহিকে তাঁর রূপ একেবারেই আলাদা। হবে নাই-ই বা কেন, জমিদার গিন্নি বলে কথা। জামাই, নাতিদের সঙ্গে নিয়ে দিব্যি জমিদারি সামাল দিচ্ছেন। তবে ধারাবাহিকের বাইরেও তো তাঁর একটা নিজস্ব জীবন রয়েছে। এবার দিতিপ্রিয়ার সেই ব্যক্তিগত জীবনের কিছু ঝলক দেখা গেল এক ভিডিওয়।

গতকাল, রবিবার ছিল দিতিপ্রিয়ার মা-বাবার ২২তম বিবাহ বার্ষিকী। এই দিনটি বেশ ধূমধাম করেই পালন করলেন তারা। মা-বাবার এই স্পেশাল দিনে বন্ধুদের সঙ্গে নাচে-গানে আসর মাতালেন রানিমা ওরফে দিতিপ্রিয়া। এদিন তাঁকে দেখা গেল সম্পূর্ণ অন্য রূপে। সাদা শর্ট ড্রেসে বেশ মিষ্টি দেখাচ্ছিল তাঁকে।

আরও পড়ুন- পোশাকের ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে বক্ষ বিভাজিকা, খোলামেলা পোশাক পরে নেটিজেনদের রোষের মুখে সোহিনী

বিবাহবার্ষিকীর এই পার্টিকে উদ্যম নাচে ভরিয়ে দিলেন দিতিপ্রিয়া। সঙ্গে অবশ্যই ছিল তাঁর ‘রানী রাসমণি’ ধারাবাহিকের নানান সহকর্মী। তারা দিতিপ্রিয়ার বন্ধুও বটে। এদিন এই পার্টিতে ‘এক দো তিন’ গানের সঙ্গে নাচতে দেখা গেল অভিনেত্রীকে। শুধু তাই-ই নয়, ধারাবাহিকের চরিতে রাঘবেন্দ্রর সঙ্গে ‘খালি বালি’ গানেও মঞ্চ মাতালেন দিতিপ্রিয়া।

নাচের এই ভিডিও নিজেই সোশ্যাল মিডিয়াতে শেয়ার করেছেন অভিনেত্রী। এদিন নাচের মঞ্চে দেখা গেল দিতিপ্রিয়ার মা-বাবাকেও। বিবাহবার্ষিকীর দিন সবটুকু আনন্দ ভাগ করে নিলেন মেয়ে ও তাঁর বন্ধুবান্ধবের সঙ্গে। দিতিপ্রিয়ার এই নাচের ভিডিও এখন সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল। তাঁর অনুরাগীরা বেশ প্রশংসা করেছে তাঁর এই ভিডিওর। রানিমার চরিত্র ছেড়ে একেবারে নিজের চরিত্রে ধরা দেওয়া দিতিপ্রিয়াকে বেশ পছন্দ করেছেন দর্শক।

Back to top button
%d