বিনোদন

কলকাতা, শিলিগুড়ির পরে এবার মেদিনীপুরে অরিজিৎ-এর কনসার্ট! খবর ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়াতে! টিকিট কেনার আগে খবর নিচ্ছেন তো?

অরিজিৎ সিং (Arijit Singh) এই নামটা এখন শুধু ভারত নয় বিশ্বের কোনায় কোনায় ছড়িয়ে গেছে। এই বঙ্গ সন্তান শুধু তার গান দিয়ে নয় নিজের মনুষ্যত্ব দিয়ে মানুষের মনের কোনায় এমন জায়গা করে নিয়েছে যা হয়তো কেউ সহজে করতে পারবেনা। জনপ্রিয়তা এবং খ্যাতির শীর্ষে থাকা এই গায়ক নিজেকে রাখতে পছন্দ করেন একেবারে মাটির সাথে। সম্প্রতি সময়ে ভারতীয় সংগীত জগতের শীর্ষে থাকা নাম গুলোর মধ্যে একটি হল অরিজিৎ সিং। যে এখন দেশে বিদেশে একের পর এক কনসার্ট করে যাচ্ছে।

আর সেখানে ভিড় উপচে পড়ছে তা বলাই বাহুল্য। কিছুদিন আগেই কলকাতা তারপর শিলিগুড়ি কনসার্ট করেছেন বাংলার ঘরের ছেলে। তবে এবার শোনা যাচ্ছে তিনি মেদিনীপুরের মাটিতেও লাইফ কনসার্ট করতে চলেছেন! ১৪ই মেয়ে অরিজিৎ মেদিনীপুর কলেজ গ্রাউন্ডে পারফর্ম করবেন এমন পোস্টার ছড়িয়ে পড়েছে চারিদিকে। কিন্তু এই খবর কতটা সত্য তা নিয়ে উঠেছে প্রশ্ন।

অরিজিৎ সিং এর কনসার্ট মানেই নিজের প্রিয় গায়ককে দেখার জন্য হাজার হাজার টাকা দিয়ে টিকিট কেনে অনুরাগীরা। অরিজিৎ এর লাইভ শো দেখার সুযোগ কেউই হাতছাড়া করতে চান না। কিন্তু অরিজিৎ-এর মেদিনীপুর কনসার্টের জন্য টিকিট কেনার আগে আপনার সাবধান হওয়া প্রয়োজন।

মেদিনীপুর কলেজ গ্রাউন্ডে অরিজিৎ সিং আগামী ১৪ ই মে কনসার্ট করবেন এমন পোস্ট সোশ্যাল মিডিয়াতে ঘুরছে। কবে কিভাবে এবং কোথায় টিকিট পাওয়া যাবে সেই নিয়ে প্রচন্ড পরিমাণে আগ্রহী হয়ে উঠেছে ভক্তরা। কিন্তু অরিজিৎ-এর মত একজন বড় মাপের তারকার অনুষ্ঠানের জন্য সবচেয়ে প্রথম যেটা প্রয়োজন সেটা হল পুলিশ প্রশাসনের সহযোগিতা।

আর সেই অনুষ্ঠান করার আগে সবার প্রথম জানানো উচিত পুলিশ প্রশাসনকেই। কিন্তু পশ্চিম মেদিনীপুরের পুলিশের কাছে এমন কোন আবেদন জমা পড়েনি ১৪ই মে শো এর জন্য। এই বিষয়ে পুলিশের এক উচ্চ পদস্থ কর্তা এক সংবাদমাধ্যমকে জানান, ‘এখনও পর্যন্ত কোনও আবেদন জমা পড়েনি। আয়োজকরা কোনও চিঠি দিয়েছেন কিনা খতিয়ে দেখতে হবে’।

পুলিশের উচ্চপদস্থ কর্তারা স্পষ্ট জানিয়েছেন তাদের কাছে অরিজিৎ সিং এর কনসার্টের কোনো রকম খবর নেই। এমনকি অরিজিৎ সিং নিজেও জানিয়েছেন তার অফিসিয়াল পেজে এই কনসার্টের কোনরকম কথা জানানো হয়নি। তাই যদি একমাস পরে মেদিনীপুরে অরিজিৎ-এর কোনরকম শো থাকতো এতদিনে চারিদিকে বড় বড় পোস্টার হেডিং এ ভরে যেত। তাই বোঝাই যাচ্ছে এই খবর পুরোপুরি ভুয়ো।

Back to top button
%d bloggers like this: