বিনোদন

মা কালীর সিগারেটে সুখটান, ‘অবমাননাকর’ পোস্টার ঘিরে বিতর্ক, হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ, উঠল পরিচালককে গ্রেফতারির দাবী

হিন্দু ভাবাবেগে আঘাতের অভিযোগ উঠল পরিচালক লীনা মানিমেকালাই-এর বিরুদ্ধে। তাঁর তথ্যচিত্র ‘কালী’র পোস্টারকে ঘিরে তুমুল বিতর্ক ছড়াল নেটপাড়ায়। ক্ষোভের আগুন সোশ্যাল মিডিয়ায়। পরিচালককে গ্রেফতার করার দাবীও তুললেন নেটিজেনরা।

গত শনিবার একটি পোস্টার টুইট করে পরিচালক লীনা মানিমেকালাই। এই পোস্টারে মা কালীর বেশে এক মহিলাকে দেখা যাচ্ছে। সিগারেটে সুখটান দিচ্ছেন তিনি। তাঁর হাতে ধরা  LGBTQ+-এর একটি পতাকা। এই পোস্টারকে নিয়েই ছড়ায় ব্যাপক বিতর্ক।

নেটিজেনদের অভিযোগ, ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন লীনা মানিমেকালাই। অবিলম্বে ওই পোস্টার বাতিলের দাবী জানানো হয় সোশ্যাল মিডিয়ায়। এমনকী পরিচালককে গ্রেফতারির দাবীও তুলেছেন অনেকেই। ‘গও মহাসভা’র নেতা অজয় গৌতম ওই ছবি এবং পোস্টারের বিরুদ্ধে দিল্লি পুলিশে অভিযোগ জানান।  

এমন জনরোষের মুখে পড়ে লীনা মানিমেকালাই বলেন, “ভালোবাসাকে বেছে নিন, ঘৃণাকে নয়”। তিনি জানান, “টরেন্ট্রো মেট্রোপলিটন ইউনিভার্সিটির তরফে আমন্ত্রণ জানানো হয় কানাডার পড়ুয়াদের কানাডার সংস্কৃতির বৈচিত্র্য নিয়ে ছবি বানানোর। মা কালী ছবিটি আমি তৈরি করেছি। এতে আমি অভিনয়ও করেছি”।

লীনা আরও বলেন, “একটা সন্ধ্যার গল্প ঘিরে এই ছবি। যখন টরেন্টোর রাস্তায় কালী আবির্ভূত হন। যদি আপনি এই ছবিটা দেখেন তাহলে লীনা মানিমেকালাইকে গ্রেফতারির দাবি জানাবেন না। বলবেন, লীনা তোমাকে আমরা ভালোবাসি। আমার কালী কথা বলবে বর্ণবিদ্বেষের বিরুদ্ধে, ভালোবাসাই শ্রেষ্ঠ ধর্ম তাই জানাবে”।

ইতিমধ্যেই এই তথ্যচিত্রটি কানাডার চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে। সেখানে বেশ প্রশংসিত হয়েছে এই ছবি। তবে এই দেশে এই তথ্যচিত্র আদৌ স্থান পাবে কী না, তা নিয়ে উঠেছে প্রশ্ন।

Back to top button
%d bloggers like this: