বিনোদন

জেসমিনের সঙ্গে হুল্লোড় করে জন্মদিন পালন করলেন গৌরব, ভাইরাল সেই মুহূর্ত

কিছুদিন আগেই ছিল টেলি অভিনেতা গৌরবের জন্মদিন। তবে খুব পার্টি হয়নি তাঁর জন্মদিনে। বাড়িতেই কাছের কিছু বন্ধুবান্ধব ও প্রেমিকা জেসমিনকে সঙ্গে নিয়েই হুল্লোড় করে নিজের জন্মদিন পালন করলেন গৌরব। সঙ্গে অবশ্য ছিল তার দুই পোষ্য।

 

View this post on Instagram

 

A post shared by GouraB (@gourabofficial)

‘শ্রী কৃষ্ণ’ ধারাবাহিকে কৃষ্ণের চরিত্রে অভিনয় করে বিশেষ পরিচিতি লাভ করেন গৌরব। জেসমিনের সঙ্গেও তাঁর পরিচয় এই ধারাবাহিকের সেটেই। দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন তারা। সোশ্যাল মিডিয়ায় নানা ছবি প্রতিনিয়ত শেয়ার করেন জেসমিন ও গৌরব।

 

View this post on Instagram

 

A post shared by GouraB (@gourabofficial)

আরও পড়ুন- বিয়ের আগে প্রি-হানিমুন সারতে মালদ্বীপে উড়ে গেলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা, অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভাইরাল

শুটিং সেটেও কেক কেটে জন্মদিন পালন করলেন গৌরব। এর সঙ্গে বন্ধুদের সঙ্গে বাড়িতেও চুটিয়ে আনন্দ করলেন অভিনেতা। তাঁর কেক কাটা ও বন্ধুদের সঙ্গে মজা করার সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়া ভাইরাল। তাঁর অনুরাগীরা বেশ সুন্দর সুন্দর কমেন্ট করেছে তাঁর এই পোস্টে। জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে সকলে।

 

View this post on Instagram

 

A post shared by GouraB (@gourabofficial)

গৌরবের জন্মদিনের এই ভিডিওতে বান্ধবী জেসমিনের সঙ্গে কেক কাটতে দেখা যায় তাঁকে। সঙ্গে ছিল তাদের দুই পোষ্য। সকলকে সঙ্গে নিয়ে বেশ মজা করেই এই দিনটি কাটান গৌরব।

Back to top button
%d