বাদাম ছেড়ে কেক খাওয়ার কথা বললেন খোদ বাদামকাকু ভুবন বাদ্যকরই, কিন্তু হঠাৎ কেন এমন আর্জি?

মাথায় সান্টার লাল-সাদা টুপি, হাতে কেকের বাক্স আর গলায় ইংরেজি গান। এক পলক দেখে চেনার উপায় নেই যে ইনিই সকলের প্রিয় ‘বাদামকাকু’। তাঁর গলায় এবার উঠে এল নতুন গান, “খিদে পেলে বাদাম ছেড়ে কেক খাই”। তবে তিনি একা নন, এই গানে তাঁর সঙ্গে দেখা মিলল খুদে শিল্পীদের ও গায়ক বিজয় শীলের। কিন্তু চলছেটা কী?
গ্রামের মেঠো পথে কাঁচা বাদাম বিক্রি করতে করতে নিজের লেখা, সুর দেওয়া একটি গান গেয়েছিলেন বীরভূমের সরল-সাদামাঠা মাঝবয়সি ভুবন বাদ্যকর। সেই গানের ভিডিও নেটদুনিয়ায় পোস্ট হতেই ভাইরাল হয়ে যায়। আর তারপর বাকিটা তো ইতিহাস।
রাতারাতি সেলিব্রিটি হয়ে যান বাদামকাকু অর্থাৎ ভুবনবাবু। বিদেশের মাটিতেও জনপ্রিয়তা পায় তাঁর এই গান। এবার গলায় কণ্ঠীধারী বৈষ্ণব মতে বিশ্বাসী সেই বাদামকাকু একটি কেকের বিজ্ঞাপনী গান গাইলেন। আর সবথেকে চমকপ্রদ বিষয়, বাংলায় নয়, বাদামকাকু গান গাইলেন ইংরেজিতে। শিশুশিল্পীর সঙ্গে সান্টার লাল টুপি পরে কেক খেলেন আর গান রেকর্ড করলেন ভাইরাল এই কাকু।
এই ভিডিওতে বাদামকাকুকে দেখা গেল গ্রামের ছোটো ছোটো ছেলেমেয়েদের সঙ্গে সান্টার লাল-সাদা টুপি পরে তিনি কেক খাওয়াচ্ছেন। নিজে অল্প একটু কেক খেলেন বাদামকাকু। কারণ তিনি নিজে নিরামিষাশী আর কেক তো আর ভেজ নয়। কিন্তু ছোট্ট খুদে শিল্পী ভালোবাসে তাঁর মুখে কেক ধরায় না করতে পারেন নি তাই আর কী!
তবে ছোট্ট সহশিল্পীর কাছে তিনি অবশ্য বাদামদাদু, বাদামকাকু নয়। এই গানে এমন কথাও উঠে এসেছে যে তিনি মিম পছন্দ করেন না। বাদাম ছেড়ে কেক খাওয়ার ঘোষণাও রয়েছে এই গানে। ভুবন বাদ্যকর গাইলেন, “নাট নাট নট। নাট নাট নট। আই নট লাইক মিমস। আইস ফলস। নিউ ইয়ার কলস। আই ইট কেক”। আবার বাংলায় গাইলেন, “খিদে পেলে বাদাম ফেলে কেক খাই”।
কেক প্রস্তুতকারী সংস্থার কর্ণধার প্রসেনজিৎ সাহা জানান, ‘‘ভেজ কেক আমরা পাঠিয়ে দিয়েছি। ভুবনবাবু মানুষ ভালো। খেয়ে ভাল লেগেছে বলে জানিয়েছেন”।