বিনোদন

নতুন সদস্য এল পতৌদি পরিবারে, দ্বিতীয় সন্তানের মা হলেন করিনা, শুভেচ্ছা ঘনিষ্ঠ-সহ অনুরাগীদের

অবশেষে এল সেই মাহেন্দ্রক্ষন, সব জল্পনার অবসান। দ্বিতীয়বার সন্তানের মা হলেন করিনা কাপুর খান। পতৌদি পরিবার পেল তার নতুন সদস্যকে। রবিবার এক ফুটফুটে পুত্রসন্তানের জন্ম দেন করিনা। ডিজাইনার মনীশ মালহোত্রা-সহ অনেক ঘনিষ্ঠরাই সইফ-করিনাকে সোশ্যাল মিডিয়া পোস্টে শুভেচ্ছা জানিয়েছেন।

জানা গিয়েছে, শনিবার রাতে প্রসব যন্ত্রণা শুরু হয় করিনার। এরপরই তাঁকে মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আজ, রবিবার সকালে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। এই খবর পেয়েই সোশ্যাল মিডিয়ায় মনীশ মালহোত্রা-সহ আরও অনেক ঘনিষ্ঠরা সইফ-করিনাকে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা জানাতে থাকে। বাদ যাননি তাদের অনুরাগীরাও। তাঁরাও দম্পতিকে শুভেচ্ছায় ভরিয়ে দেয়।

প্রসঙ্গত, করোনা কালেই দ্বিতীয়বার মা হওয়ার কথা ঘোষণা করেছিলেন করিনা। তৈমুরের জন্মের সময়ের মতোই এবারেও করিনা নিজের অন্তঃসত্ত্বাকালীন মুহূর্ত বেশ উপভোগ করেছেন। একেবারেই ঘরে বসে থাকেন নি তিনি। বেবি বাম্প নিয়েই তাঁকে নানা জায়গায় দেখা গিয়েছে। কাজ করেছেন, ফটোশুট করেছেন, পার্টিতেও দেখা যায় তাঁকে। অবশেষে ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহে সইফ-করিনার ঘএ আলো করে এল তাদের দ্বিতীয় সন্তান।

Back to top button
%d bloggers like this: