‘সুহানাকে চুমু খেলে বয়ফ্রেন্ডের ঠোঁট ফাটিয়ে দেব’ হঠাৎ এমন কথা কেন বাদশাহ’র মুখে

ছবির পর্দায় তিনি যতই রোম্যান্টিক হিরো হন না কেন, বাস্তব জীবনে বাবা হিসেবে তিনি যে খুবই রক্ষণশীল, তা শাহরুখের নানান কথায় ও অ্যাকশনেই ফুটে ওঠে। বিশেষ করে মেয়ে সুহানার প্রতি তিনি খুবই কঠোর। আসলে কঠোর বলাটা ঠিক নয়, বলা ভালো, মেয়ের প্রতি একটু বেশিই রক্ষণশীল তিনি। তাই গত বলেই ফেললেন যে সুহানার বয়ফ্রেন্ড যদি তাঁকে চুমু খায়, আর তা যদি তিনি জানতে পারেন, তাহলে সেই ছেলেটির ঠোঁট ফাটিয়ে দেবেন তিনি।
সম্প্রতি, করণ জোহরের ‘কফি উইথ করণ’ শোয়ের একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। ভিডিওটি চার বছর আগেকার। আলিয়া ভাট ও শাহরুখ খান এসেছিলেন সেই শো-তে। সেখানেই শাহরুখের মেয়ের প্রসঙ্গ ওঠে। করণ জোহর শাহরুখের কাছে জানতে চান যে, “সুহানার এখন ১৬ বছর হল, তোমার মেয়েকে কেউ চুমু খেলে, তুমি কী করবে”? সে প্রশ্নের উত্তরে কিং খান বলেন, “আমি তাঁর ঠোঁট ফাটিয়ে দেব”। তখন করণ হেসে বলেন যে তিনি সেটা খুব ভালোভাবেই জানেন।
আরও পড়ুন- এক মাস পূর্ণ বিয়ের, শুভেচ্ছা জানিয়ে স্বামীকে চুম্বনে ভরিয়ে দিলেন মিমি
বাবা হিসেবে শাহরুখের জুড়ি মেলা ভার। তিনি করণের কথায়, শাহরুখ সুহানাকে রীতিমতো স্টক করেন যা সুহানার একেবারেই পছন্দ নয়। তবে এই বিষয়ে শাহরুখের বক্তব্য, তিনি ঠিক স্টক করেন না। শুধুমাত্র ঠিকঠাক খবর রাখার চেষ্টা করেন।
View this post on Instagram
করণ বলেন, বাবা হিসেবে অসাধারণ হলেও ছেলেমেয়েদের ক্ষেত্রে তাঁর বেশ কিছু গোঁড়ামি রয়েছে। শাহরুখ পর্দায় যতই ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-তে রাজের চরিত্রে পর্দা কাঁপাক না কেন, বাস্তব জীবনে বাবা হিসেবে কিন্তু সে ওই ছবিরই চরিত্র অমরীশ পুরীর মতোই।