মধুবনীর সাধের অনুষ্ঠান জমজমাট, দিনের শেষে নিজের অনুরাগীদের দিলেন বিশেষ বার্তা

আর মাত্র কিছুদিনের অপেক্ষা, তারপরই মধুবনী কোল আলো করে আসবে তাঁর সন্তান। বহু প্রতীক্ষিত সময়ের শেষ হওয়ার পালা। গত বছরের নভেম্বর মাসে মধুবনী সোশ্যাল মিডিয়ায় জানান দেন যে তিনি অন্তঃসত্ত্বা। এরপর কেটেছে বহু মাস। নিজেএ অন্তঃসত্ত্বাকালীন অবস্থার প্রতিটা মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন তিনি।
দুদিন আগে একটি ছবি শেয়ার করেন মধুবনী। সেখানে নিজের অনুরাগীদের জন্য বিশেষ বার্তা দেন তিনি। লেখেন, “আজকের দিনটা শেষ হওয়ার আগে তোমাদের সকলকে মনে করে দিতে চাই যে তোমরা প্রত্যেকে আলাদা আলাদাভাবে অসাধারণ। নিজেদের আত্মবিশ্বাস কখনও কোনও পরিস্থিতিতে হারাবে না তুমি কী পারো, সেটা অন্য কাউকে বলতে হবে না। সব সময় জানবে যে তোমার মধ্যে পর্বত সরানোর ক্ষমতা আছে। আর এই আত্মবিশ্বাসটাকে আঁকড়ে ধরে তুমি জীবনের প্রত্যেকটা যুদ্ধে জয়ী হবে। সুস্থ থেকো, ভালো থেকো সবাই, শুভরাত্রি”। তাঁর এই পোস্টে আবেগপ্রবণ হয়েছেন সকলে। সকলেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর হবু সন্তানের জন্য।
View this post on Instagram
সম্প্রতি, ৯ মাসের সাধ খেয়েছেন মধুবনী। সেই সমস্ত ছবিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তিনি। এদিন সাধের অনুষ্ঠানের জন্য মধুবনী পরেছিলেন লাল রঙের শাড়ি ও সঙ্গে সোনার গয়না। সিঁথিতে ছিল চওড়া সিঁদুর ও কপালে লাল টিপ।
View this post on Instagram
এদিন সাধে নানা রকমের খাবারে ছড়ানো ছিল টেবিলে। ইলিশ থেকে শুরু তোপসে, সবই ছিল মধুবনীর জন্য। এদিনের ছবি পোস্ট করে মধুবনী লেখেন, “আজ আমার ৯ মাসের সাধ হল। আমার মামুনির হাতের পায়েসের কোনও জবাব নেই। দই ইলিশের কথা তো ছেড়েই দিলাম। এরকম দই ইলিশ গোটা কলকাতায় আর কেউ বানাতে পারে কী না সন্দেহ আছে। আর তোপসের ফ্রাই আর কিং সাইজ গলদা চিংড়ি সত্যি কথা বলতে কি, একটা একটা খেয়ে পোষায় না জাস্ট। বেশ গোটা পাঁচেক খেলে তবে ঠিক আছে। দুপুরের খাওয়াটা জমিয়ে হয়েছে”।