‘অভিনয়ে সুযোগ না পেয়ে অশ্লীলতার পথ বেছে নিল মধুমিতা’, নিন্দুকদের প্রতি বিস্ফোরক মধুমিতা

এমনিতে মধুমিতা সোশ্যাল মিডিয়াতে বেশ সক্রিয়। প্রতিনিয়ত তাঁকে নানান ছবি বা ভিডিও শেয়ার করতে দেখা যায়। কোনও ফটোশুট হোক, বা সেলফি, সবক্ষেত্রেই সোশ্যাল মিডিয়াতে আপডেট দিতেই থাকেন তিনি।
তবে এখানেই বিপত্তি। সোশ্যাল মিডিয়াতে ফটোশুটের জন্য নানান পোজে, নানান পোশাকে ছবি পোস্ট করেন মধুমিতা। তাঁর এই ছবি তাঁর অনুগামীদের পছন্দ হলেও, অনেকেই তাঁর ছবি দেখে নানান ধরণের অশালীন কথাবার্তা বলে থাকেন। অনেক সময় তাদের সেই মন্তব্য শালীনতার মাত্রা অতিক্রম করে যায়। এবার সেই সমস্ত নিন্দুকদের নারী দিবসে মোক্ষম জবাব দিলেন মধুমিতা।
View this post on Instagram
আন্তর্জাতিক নারী দিবসের দিন ইনস্টগ্রামে একটি ভিডিও পোস্ট করেন মধুমিতা। সাদা-কালো এই ভিডিওতে নেটিজেনদের তাঁকে করা কিছু মন্তব্য পড়ে শোনান তিনি। কোথাও কেউ তাঁকে বলেছেন তিনি নাকি অভিনয়ে সুযোগ না পেয়ে অশ্লীলতার পথ বেছে নিয়েছেন আবার, অনেকেই বলেছেন, তাঁর ছবি দেখতে গিয়ে নাকি তাদের মনে হয়েছে, তারা কোনও পর্নোগ্রাফি সাইটে ঢুকে পড়েছেন।
এইসমস্ত কমেন্টের উদ্দেশ্যে মধুমিতা বলেন যে সাড়া বছর মেয়েদের এরকম মন্তব্য করে এই একটা দিনের জন্য তাদের সম্মান দেখিয়ে কী লাভ। তাই এই নারী দিবস বরং লন্ডন, আমেরিকার জায়গা গুলোর জন্যই থাক। কারণে আমাদের এখানে তো মেয়েদের সম্মানই করা হয়নি।
View this post on Instagram
তাঁর এই ভিডিওর মধ্যে দিয়ে একটি সাধারণ অথচ গভীর তাৎপর্যপূর্ণ কথা বলতে চেয়েছেন মধুমিতা। তাঁর এই পদক্ষেপের জন্য তাঁর মহিলা অনুরাগীদের থেকে বাহবাও কুড়িয়েছেন মধুমিতা। তাঁর বলা কথাগুলো যে অক্ষরে অক্ষরে সত্য, একথাও তাঁকে জানিয়েছেন তারা।