মুখ্যমন্ত্রীকে এসএসকেএমে দেখতে এলেন রাজ্যপাল, ‘গো ব্যাক’ স্লোগান তৃণমূল সমর্থকদের

হলদিয়ায় নন্দীগ্রাম আসনের তৃণমূল প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগেই এদিন রেয়াপাড়ায় শিব মন্দিরে পুজো দিয়ে রোড শো করেন মুখ্যমন্ত্রী। মন্দির থেকে বেরোতেই গিয়েই ধাক্কাধাক্কি হয় এবং আঘাত পান মুখ্যমন্ত্রী। নন্দীগ্রামে প্রচারে গিয়ে পায়ে গুরুতর আঘাত পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চক্রান্ত করেই মুখ্যমন্ত্রীকে চার-পাঁচ জন মিলে ধাক্কা দিয়েছে বলে খবর। বাঁ পায়ে আঘাত পেয়েছেন মুখ্যমন্ত্রী।
যদিও মুখ্যমন্ত্রীর এই ঘটনাকে নাটক বলছেন বিজেপির নেতৃত্বরা। আহত অবস্থায় নন্দীগ্রাম থেকে গাড়িতে করে এসএসকেএম হাসপাতালে আনা হয় মমতাকে। স্বাস্থ্যের অবস্থা খতিয়ে দেখছেন বিশেষজ্ঞ চিকিৎসক টিম। এসএসকেএম-এ মমতাকে দেখতে এসেছেন রাজ্যপাল জগদীপ ধনখড়। হাসপাতাল চত্বরের বাইরে ‘রাজ্যপাল গো ব্যাক’ স্লোগান দিচ্ছেন তৃণমূল সমর্থকরা। একই সঙ্গে ‘বিজেপি হায় হায়’ স্লোগান তৃণমূল সমর্থকদের।
এদিন নিজের গাড়ি করেই আহত অবস্থায় নন্দীগ্রাম থেকে কলকাতায় ফিরেছেন তিনি। আজ নন্দীগ্রামে থাকার কথা ছিল তাঁর। গাড়িতে উঠে সাংবাদিকদের মুখ্যমন্ত্রী বলেন, “পা ফুলে গিয়েছে। ভিড় ছিল। ৪-৫ জন মিলে ধাক্কাধাক্কি করেছে। স্থানীয় পুলিস ছিল না। পুলিস সুপারও ছিল না। জেনেবুঝেই এটা করেছে। আমার বুকে যন্ত্রণা করছে। নির্বাচন কমিশনে জানাব।”