মুখে গাঁজা, রিভলভার হাতে তৃণমূল যুব নেতার ছবি ভাইরাল, নির্বাচনের প্রাক্কালে চূড়ান্ত অস্বস্তিতে শাসকদল

মুখে গাঁজা, হাতে রিভলভার, তৃণমূল যুব নেতার এমনই একটি ছবি ঘোরাফেরা করছে সোশ্যাল মিডিয়ায়। এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে শান্তিপুরের রাজনৈতিক মহলে। এই নেতার সঙ্গে তৃণমূলের শীর্ষ নেতাদেরও ছবি লক্ষ্য করা গিয়েছে। তবে তৃণমূলের তরফে এই ছবির সত্যতা যাচাই করা নিয়ে দাবী করা হয়েছে। এও অভিযোগ তোলা হয়েছে যে এই ছবিকে বিকৃত করা হয়েছে ও এর পেছনে বিজেপির চক্রান্ত রয়েছে।
ওই তৃণমূল যুব নেতার নাম অসীম বিশ্বাস। নদিয়া জেলার শান্তিপুর থানার বাগআঁচড়া এলাকার বাসিন্দা সে। এলাকায় তাঁর পরিচয় সে তৃণমূলের যুব নেতা। সোশ্যাল মিডিয়ায় অসীমের সঙ্গে তৃণমূল জেলা সভাপতি মহুয়া মৈত্র, তৃণমূল জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুণ্ডু, প্রাক্তন বিধায়ক তথা এবারের নির্বাচনে তৃণমূলের প্রার্থী অজয় দে’র সঙ্গে ছবিও দেখা গিয়েছে।
আরও পড়ুন- একঝাঁক বিধায়ক, মন্ত্রী সহ অভিনেতা বনি সেনগুপ্ত যোগ দিলেন বিজেপিতে! এবার শুরু কৌশানীর বিরুদ্ধে লড়াই?
গতকাল মঙ্গলবার, এই অসীম বিশ্বাসের একটি ছবি বেশ ভাইরাল হয়। সেই ছবিতে দেখা গিয়েছে, ডান হাত দিয়ে গাঁজা টানছে সে ও তাঁর ওপর হাতে একটি রিভলভার। এই ছবিতে ক্যাপশনে তাঁকে বাগআঁচড়া অঞ্চলের যুব তৃণমূল কংগ্রেসের কাণ্ডারি বলে উল্লেখ করা হয়েছে। মুহূর্তে ভাইরাল হয়ে যায় এই ছবি। নির্বাচনের প্রাক্কালে তৃণমূল যুব নেতার এই ধরণের ছবিকে ঘিরে চাপানউতোর শুরু হয়েছে শাসকদলের অন্দরে।
শান্তিপুরের তৃণমূল প্রার্থী অজয় দে এই ছবির সত্যতা তুলে প্রশ্ন করেছেন। তিনি বলেছেন যে তিনি অসীম বিশ্বাসকে চেনেন। জানান, “ছেলেটি ভালো”। অজয় দে’র দাবী, অসীমকে ভোটের আগে ষড়যন্ত্র করে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই, এই ঘটনার কথা প্রশাসনকে জানানো হয়েছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন- ভোট ময়দানে নেমেই আবেগাচ্ছন্ন সায়ন্তিকা, খেলা শুরুর আগেই কেঁদে ভাসালেন
অন্যদিকে বিজেপির দাবী, তৃণমূল একটি তোলাবাজি ও সিন্ডিকেটের দল। পায়ের তলা থেকে তাদের মাটি সরে যাচ্ছে বুঝতে পেরে এইভাবে মানুষকে ভয় দেখানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ বিজেপির। তৃণমূলের প্রথম সারির নেতৃত্বরা যুব নেতাদের তোল্লাই দিচ্ছে বলেও দাবী করা হয় বিজেপির তরফে।