বিনোদন

পথ শিশুর জন্মদিন পালন অভিনেত্রী মানালির

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মানালি দে অনেকেরই প্রিয়। সিরিয়াল কিংবা সিনেমা জগত ছাড়াও সদ্য তৃণমূলে যোগ দিয়েছেন ‘বউ কথা কও’ খ্যাত অভিনেত্রী মানালি দে। বাংলার আবেগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ভালো কেউ বোঝে না, এমনটাই মনে করেন মানালি। এবার মানালি ভালো উদ্যোগ নিয়ে একটি কাজ করলেন।

সোমবার রাতে মানালি ও তাঁর স্বামী অভিমুন্য মুখোপাধ্যায় বাড়ি ফিরছিলেন। গাড়িতে করে যাওয়ার সময় গড়িয়াহাটের ফ্লাইওভারের নীচে তাদের চোখ আটকে যায় কিছু পথশিশুকে দেখে। সেই জায়গাটা সেজে উঠেছে হলুদ বেগুনি রঙের বেলুনে। তাদের দেখেই গাড়ি থেকে নেমে পড়েন মানালি ও তাঁর স্বামী অভিমুন্য।

সেই প্রসঙ্গে মানালি জানিয়েছেন, “গাড়ি থেকে নেমে জানতে পারলাম ওখানে যে বাচ্চারা থাকে তাদের মধ্যে একজনের আজ জন্মদিন। তাই পার্টি মুডে রয়েছে জনা সাতেক বাচ্চা।” সোশ্যাল মিডিয়ায় বার্থডে বয়ের সাথে ছবি তুলে শেয়ার করেছেন মানাল, যা বেশ ভাইরাল হয়েছে। সেই ছবি শেয়ার করে মানালি লিখেছেন, “ভালো থাকতে জানতে হয়, সে রাজপথে হোক বা ফুটপাথে।”

 

রাত হয়েছিল বলে সকলকে কিছু ভালো ভাবে কিনে দিতে পারেননি মানালি। তিনি বলেন, “আমরা নিজেদের জন্মদিন খুব আরম্ভর ভাবে পালন করি, কিন্তু ওইটুকু ছোট্ট জায়গায় যেভাবে তারা পালন করছে তা দেখে নিজেদের আনন্দটা ক্ষীণ হয়ে যায়।”

Back to top button
%d