ওস্তাদের মার! হাজার বিতর্ককে ফুঁৎকারে উড়িয়ে ‘প্রজাপতি’র জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন ‘মহাগুরু’ মিঠুন চক্রবর্তী

বক্স অফিস ছাপিয়ে গিয়েছে ছবি। এর পাশাপাশি মিলেছে অনেক সম্মান। মিঠুন চক্রবর্তী ও দেব অভিনীত ছবি ‘প্রজাপতি’ মন জিতেছে সকল দর্শকের। সমালোচকদের মুখেও উঠে এসেছে এই ছবির প্রশংসা। এবার এই ছবির জন্য সেরা অভিনেতার পুরস্কার পেলেন মিঠুন চক্রবর্তী।
প্রযোজক হিসেবে তো বটেই, অভিনেতা হিসেবেও এই ছবিতে দেবের জুড়ি মেলা ভার। আর এই বয়সে এসেও তাঁকে সমান তালে টেক্কা দিয়ে দর্শকদের বেঁধে রাখতে সক্ষম হয়েছে মিঠুন চক্রবর্তীও। ‘প্রজাপতি’ ছবিটি মুক্তির পর এই ছবিকে কম বিতর্কে জড়াতে হয়নি। এমনকি, মিঠুন চক্রবর্তীর অভিনয় দক্ষতা নিয়ে ‘কেউ কেউ’ প্রশ্ন তুলেছিলেন বটে। তবে এবার উপযুক্ত জবাব দিলেন মহাগুরু।
ডব্লিউএফজেএ ২০২৩ অ্যাওয়ার্ডে সেরা অভিনেতা পপুলার বিভাগে মিঠুন চক্রবর্তী ছাড়াও মনোনীত হয়েছিলেন ‘কাকাবাবুর প্রত্যাবর্তন’ ছবির জন্য প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’ ছবির জন্য আবির চট্টোপাধ্যায়, ‘রাবণ’ এর জন্য জিৎ এবং ‘কিশমিশ’ এর জন্য স্বয়ং দেব। তবে তাদের সকলকে পিছনে ফেলে ‘প্রজাপতি’র জন্য সেরা অভিনেতা পপুলার বিভাগের পুরস্কার ছিনিয়ে নিলেন বর্ষীয়ান অভিনেতা।
শুধুমাত্র এই একটি পুরস্কারই নয়, আরও একাধিক পুরস্কার পেয়েছে ‘প্রজাপতি’। সেরা ছবি পপুলার বিভাগে এই ছবিই পুরস্কৃত হয়েছে। সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন দেব। অন্যদিকে, এই ছবির জন্য সেরা কমিক অভিনেতার পুরস্কার পেয়েছেন খরাজ মুখোপাধ্যায়। এদিনের অনুষ্ঠানে মিঠুনের অনুপস্থিতিতে তাঁর হয়ে পুরস্কারটি নেন তাঁর অনস্ক্রিন ছেলে দেব। তাঁর কথায়, অন্যান্য বিভাগের পুরস্কৃতদের নিয়ে সংশয় থাকলেও, এই বিভাগ নিয়ে কোনও সংশয় নেই।
মুক্তির পর থেকেই দুরন্ত গতিতে ব্যাটিং করছে ‘প্রজাপতি’। ১লা জানুয়ারির দিন গোটা দেশের সমস্ত প্রেক্ষাগৃহে হাউজফুল ছিল এই ছবি। একদিনে ১ কোটি টাকার ব্যবসা করেছে ‘প্রজাপতি’। ছবি মুক্তির প্রথম সপ্তাহে এই ছবি আয় করে ২.১৭ কোটি টাকা। দ্বিতীয় সপ্তাহে তা বেড়ে দাঁড়ায় ২.৮৫ কোটিতে।