প্যান্ট না পরেই ছবি দিলেন নয়না, অভিনেত্রীর শরীরী আবেদনে উষ্ণ নেট দুনিয়া

তার রূপের জাদুতে সবাই ফিদা। ‘চরিত্রহীন’ ওয়েব সিরিজের মাধ্যমে প্রথম বাংলা অভিনয় জগতে প্রবেশ করেন নয়না গঙ্গোপাধ্যায়। নানান সাহসী ও খোলামেলা দৃশ্যে সাবলীলভাবে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। একটি খোলামেলা দৃশ্যে যতটা ভালো ও স্বাভাবিক অভিনয় করার দরকার ততটাই নিজেকে ক্যামেরার সামনে মেলে ধরেছেন তিনি।
‘চরিত্রহীন টু’ ও ‘চরিত্রহীন থ্রি’-তেও নিজের অভিনয় দিয়ে সকলকে মুগ্ধ করেছেন নয়না। তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের। লাস্যময়ী নয়নাকে দেখে মুগ্ধ হয়েছেন অনেকেই। বাংলায় সাফল্যের পর তিনি এখন অভিনয় করছেন দক্ষিণের ছবিতে। কিন্তু ক্রমশই সোশ্যাল মিডিয়ায় নিজের উষ্ণতার পারদ চড়াচ্ছেন তিনি।
আরও পড়ুন- গুনগুন একাই একশো, মুখোপাধ্যায় পরিবারে খুশির হাওয়া, পরপর টানা ৫ সপ্তাহ টিআরপির শীর্ষে খড়কুটো
সম্প্রতি, নয়না নিজের একটি ছবি শেয়ার করেছেন তা দেখে অনেকেরই চক্ষু ছানাবড়া। ছবিতে তাঁকে দেখা গিয়েছে একটি সাদা লং শার্ট পরে রয়েছেন তিনি। চুল খোলা, হাতে ওয়াইনের গ্লাস। শার্ট লং হলেও এর সঙ্গে প্যান্ট পরেননি অভিনেত্রী। যা তাঁর এই ছবিকে আরও বেশি উষ্ণ করে তুলেছে। ছবিতে সরাসরি ক্যামেরার দিকেও তাকাননি নয়না। কিন্তু তবুও তাঁর এই ছবিই অনেক পুরুষের রাতের ঘুম কেড়েছে। তার এই ছবি পোস্ট হতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। একের পর এক কমেন্টের ভিড় জমতে থাকে তার এই ছবিতে। তবে অনেকেই আবার তাঁর এই প্যান্ট না পরা নিয়েও অনেক মন্তব্য করেছেন।
View this post on Instagram
বাংলা চলচ্চিত্রে লাস্যময়ীদের তালিকা যেন দিনের পর দিন পাল্লা দিয়ে বাড়ছে। একের পর এক আবেদনময়ীরা উঠে আসছেন পর্দা কাঁপাতে। শরীরী হিল্লোলে, লাস্যময়ী রূপে পুরুষদের রাতের ঘুম কাড়ছেন এই বঙ্গ তনয়ারা। তাদের শরীরের উষ্ণতা, আবেগঘন চাহনিতে বুঁদ হচ্ছে নেটদুনিয়া। এই নেটদুনিয়ারই নতুন সেনসেশন নয়না গঙ্গোপাধ্যায়, যার শরীরী উষ্ণতা হার মানাবে বলিউডকেও।