রাজ্য

WB Election 2021: জল্পনার ইতি! গেরুয়া শিবিরে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী

অবশেষে ইতি ঘটল সব জল্পনার। বিজেপিতেই যোগ দিলেন তৃণমূলত্যাগী দীনেশ ত্রিবেদী। প্রার্থী তালিকা ঘোষণার আগেই এমন প্রভাবশালী নেতার গেরুয়া শিবিরে যোগ দেওয়া বেশ তাৎপর্যপূর্ণ। আজ, শনিবার বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার হাত থেকেই গেরুয়া পতাকা তুলে নেন দীনেশ ত্রিবেদী।

কিছুদিন আগেই রাজ্যসভা দাঁড়িয়েই তৃণমূল থেকে নিজের পদত্যাগের কথা ঘোষণা করেন দীনেশ ত্রিবেদী। তাঁর কথায় দলে থেকে তাঁর দম বন্ধ লাগছিল। তিনি বলেন, “আমি রাজ্যসভা থেকে ইস্তফা দিচ্ছি। আমার রাজ্যে অশান্তি হচ্ছে। আমি সেখানে কিছু বলতে পারছি না। কাজ কর সম্ভব হচ্ছিল না। দলের প্রতি আমি কৃতজ্ঞ। দলীয় নেতৃত্ব আমাকে এখানে পাঠিয়েছে। আমার দমবন্ধ হয়ে আসছিল। রাজ্যে হিংসা নিয়ে কিছু করতে পারছিলাম না। আমার অন্তরাত্মা বলল, এখানে যখন কিছু করতে পারছি না, তখন ইস্তফা দেওয়াই উচিত। বাংলার জন্য কাজ করতে থাকব”।

আরও পড়ুন- ‘দুর্নীতি করিনি, তাও বাদ দেওয়া হল’, নির্বাচনে টিকিট না পাওয়ায় অভিমানী খেলোয়াড় দীপেন্দু বিশ্বাস 

এরপরই জল্পনা শুরু হয়, তাহলে কী দীনেশ ত্রিবেদী এবার বিজেপিতে যোগ দেবেন। সেই সময় এই প্রসঙ্গে তিনি বলেন যে তিনি নিজের জন্য খানিকটা সময় নিতে চান। কিন্তু শেষ পর্যন্ত সব জল্পনা সত্যি করে গেরুয়া শিবিরেই পা দিলেন প্রাক্তন তৃণমূল রাজ্যসভা সাংসদ।

তাঁর জন্য যে বিজেপির রাস্তা খোলাই ছিল, তা আগেই জানিয়েছিল গেরুয়া শিবির। এই বিষয়ে দলের পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় বলেছিলেন, “সৎ ব্যক্তিদের তৃণমূলে কোনও জায়গা নেই। তৃণমূল যাচ্ছে ও বিজেপি আসছে, তা স্পষ্ট”। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছিলেন, “ভালো মানুষ, খারাপ দলে গিয়ে ফেঁসে গিয়েছিলেন”।

আরও পড়ুন- ‘খেলা হবে’ স্লোগানই ডেকে আনল বড় বিপদ, নির্বাচনের আগে অস্বস্তিতে মমতা

উল্লেখ্য, গতকাল তৃণমূল ও বামেদের পক্ষ থেকে নির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করা হলেও, বিজেপি এখনও প্রার্থী তালিকা প্রকাশ্যে আনেনি। তবে আজ এই প্রভাবশালী নেতার বিজেপিতে যোগ দেওয়া থেকে অনেকেই মনে করছেন যে দীনেশ ত্রিবেদী এবারে বিজেপির হয়ে প্রার্থী হতে পারেন। আগামীকাল রয়েছে বিজেপির ব্রিগেড। এদিন ব্রিগেডে উপস্থিত থাকছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির তরফে জানানো হয়েছে যে এদিন ব্রিগেডের পর বিকেলে ঘোষণা করা হবে বিজেপি প্রার্থী তালিকা।

Back to top button
%d bloggers like this: