বিনোদন

তিস্তার বুকে রোমহর্ষক রিভার রাফটিং, দার্জিলিং-এ নীল ও তৃণার হানিমুন জমজমাট

গত ৪ঠা ফেব্রুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নীল ভট্টাচার্য ও তৃণা সাহা। দীর্ঘ দশ বছরের প্রেমকে স্বীকৃতি দিয়েছেন তারা। বেশ জাঁকজমক করেই বিয়ে সারেন এই তারকা দম্পতি। এবার তারা পাড়ি দিলেন হানিমুনের উদ্দেশ্যে।

নীল ও তৃণার ইচ্ছে ছিল বিদেশে ঘুরতে যাওয়ার। কিন্তু কাজের ফাঁকে সময়ই করে উঠতে পারছিলেন না কেউই। বর্তমানে দুজনেই ব্যস্ত টেলিভিশনের কাজে। তার উপর কিছুদিন আগেই এই নবদম্পতি যোগ দিয়েছেন তৃণমূলে। ফলে ভোটের সময় প্রচারেও ব্যস্ত হয়ে পড়েন তারা। তবে এবার একটু ছুটি পেয়েই দার্জিলিং-এর পথে বেরিয়ে পড়লেন নীল ও তৃণা।

আরও পড়ুন- মা হলেন মধুবনী, ফুটফুটে পুত্রসন্তান এল কোল আলো করে, সন্তানের নাম দিলেন ‘কেশব’ 

দার্জিলিং গিয়েই তিস্তা নদীর বুকে রিভার রাফটিং সেরে ফেললেন তারা। তবে এই ট্রিপে তারা একা যাননি। বন্ধুবান্ধবদের সঙ্গেই গিয়েছেন। রিভার রাফটিং-এর নানান ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন নীল ও তৃণা। নীলকে তো দেখা গেল একেবারে তিস্তার জলেই নেমে পড়লেন তিনি। চুটিয়ে মজা করছেন এই জুটি।

তাদের এই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সবাই খুব প্রশংসা করেছে তাদের এই ভিডিওর। শুধু তাই-ই নয়, নীল ও তৃণাকে রিভার রাফটিং-এর করতে দেখেও বেশ উচ্ছ্বসিত তাদের অনুরাগীরা।

Back to top button
%d bloggers like this: