রাজ্য

WB Election 2021: অমিত শাহ্’র নির্দেশেই গুলি চলেছে মাথাভাঙায়, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবী মমতার

কেন্দ্রীয় বাহিনীর গুলিতে চারজন গ্রামবাসীর মৃত্যু হয়েছে মাথাভাঙায়। এই ঘটনাকে কেন্দ্র করে নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়ের বাকযুদ্ধ চরম আকার নিল। এদিন শিলিগুড়ির সভা থেকে নরেন্দ্র মোদী এই ঘটনার জন্য দোষী করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। অন্যদিকে, পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায় তোপ দেগেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে। এও জানান যে, আগামীকালই তিনি মাথাভাঙা যাবেন এবং এও বার্তা দেন যে, আগামীকাল সারা রাজ্যের প্রতিটি ব্লকে এই ঘটনার প্রতিবাদে কালো ব্যাজ পরে মিছিল করবে তৃণমূল।

এদিন শিলিগুড়ির সভা থেকে এই ঘটনা নিয়ে তোপ দাগেন মোদী। বলেন, “কোচবিহারে যে ঘটনা ঘটেছে, তা দুর্ভাগ্যজনক। আমি মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। গোটাটা দিদির গুন্ডাবাহিনী করেছে। আমি কমিশনকে অনুরোধ করব, দোষীদের শাস্তি দিতে”। তিনি আরও বলেন, “সুরক্ষাবলের উপর হামলা করার উস্কানির কারণেই এই ঘটনা ঘটেছে”।

আরও পড়ুন- নির্বাচন কমিশনের কড়া নির্দেশ, বাংলায় বন্ধ ভোট!

কিছুদিন উত্তরবঙ্গের এক সভায় মমতা বলেন যে কেন্দ্রীয় বাহিনীকে ঘিরে ধরুন। বলেন, “বিজেপি মারছে, কেন্দ্রীয় বাহিনী মারছে, আমি কোনও ন্যাকা কান্না শুনতে চাই না। ওরা মারছে তো আপনি কী করছেন? ঘিরে ধরুন, আমি তো মারামারি করতে বলছি না। প্রতিবাদ করুন। এই মন্তব্য নিয়ে মমতাকে শো-কজও করা হয়।

তবে এদিন বনগাঁর সভা থেকে গর্জে ওঠেন মমতা। তাঁর কথায়, “অমিত শাহ্‌’র নির্দেশে কেন্দ্রীয় বাহিনী মেরেছে”। শুধু তাই-ই নয়, এই ঘটনার জেরে স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগের দাবীও করেন তিনি। বলেন, কাল ভোট নেই। কাল কালো ব্যাজ পরে মিছিল করতে হবে। তিনি এও বলেন যে আগামীকাল, রবিবার তিনি মাথাভাঙা যাবেন।

আরও পড়ুন- বেমালুম চলছে ছাপ্পা ভোট, হাতেনাতে দোষীকে ধরতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে বাবুল সুপ্রিয়

প্রসঙ্গত, এদিন মাথাভাঙার শীতলকুচি বিধানসভা কেন্দ্র শনিবার সকাল থেকেই বেশ উত্তপ্ত। বেলা গড়াতেই এখানে একটি বুথে গণ্ডগোলের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কেন্দ্রীয় বাহিনী। তাদের তখন ঘিরে ধরে চার পাঁচশো লোক। তুমুল বিক্ষোভ শুরু হয়। তখনই গুলি চালায় কেন্দ্রীয় বাহিনী। ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। এই খবর সামনে আসতেই জোড়পাটকি এলাকার পরিস্থিতি চরমে ওঠে।

Back to top button
%d bloggers like this: