জন্মাষ্টমীর দিন সকলের মঙ্গল কামনায় কচুয়ার লোকনাথ বাবার মাথায় জল ঢাললেন সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান! পুজো শেষে খিচুড়ি ভোগ বিতরণ করলেন

গতকাল ছিল জন্মাষ্টমী। আর তার সঙ্গেই ছিল লোকনাথ বাবার জন্মদিন। জন্মাষ্টমীর দিন আবার লোকনাথ বাবা আবির্ভাব হয়েছিলেন। ওই দিন কচুয়ার মন্দিরে ভক্তদের জনসমাগম ঘটে সকাল সকাল সেই মন্দিরে পৌঁছে গেছিলেন তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান।
জন্মাষ্টমীর দিন সকাল সকাল বসিরহাটে তৃণমূল সাংসদ ও অভিনেত্রী নুসরত জাহান লোকনাথ বাবার আবির্ভাব পিঠস্থান কচুয়াতে গিয়ে ভক্তদের দিলেন চমক। নিজের হাতে লোকনাথ বাবার মাথায় ঢাললেন জল এবং সেখানকার মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বললেন।
পুজো শেষে সংবামাধ্যমকে তিনি জানান, বাবা লোকনাথ সবার মঙ্গল করুন। সবাই যেন সুখে শান্তিতে থাকে এই কামনাই করছেন তিনি। সেখানকার নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখেন তিনি। ছবি তোলেন মন্দিরের পুরোহিতদের সঙ্গেও।
সবশেষে ওইদিন সাংসদকে নিজের হাতে ভক্তদের ভোগ দিতে দেখা গেছে। তবে এটাই প্রথম নয়, এর আগেও বসিরহাট উত্তরের খোলাপোতা শ্মশান কালী মন্দিরে নুসরত ভোগ রান্না করায় হাত লাগিয়েছিলেন। মাঝে মধ্যেই তিনি এরকম চমক দিয়ে থাকেন।