বিনোদন

উন্মুক্ত বক্ষবিভাজিকায় নেটদুনিয়ায় ঝড় তুলছেন নুসরত! শুরু দেদার ট্রোলিং

নুসরত জাহান! সাংসদ অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে এখন তোলপাড় টলি দুনিয়ায়।নিখিলের সঙ্গে দাম্পত্যের ভবিষ্যৎ কি?  যশ দাশগুপ্তর সঙ্গে তাঁর সম্পর্কের চর্চা- এইসব বিতর্কের মাঝে বোল্ড ফটোশ্যুটে ধরা দিলেন তিনি।
গায়ে নেই অন্তর্বাস, কেবল হলুদ বুকচেরা কোট গায়ে চাপিয়ে লেন্সবন্দি হলেন নুসরত জাহান।
নায়িকার ব্যক্তিগত জীবন নিয়ে হইচইয়ের শেষ নেই, নিখিলের সঙ্গে দাম্পত্য সম্পর্কের টানাপোড়েন, যশ দাশগুপ্তর সঙ্গে তাঁর সম্পর্কের চর্চা- এইসব বিতর্কের মাঝে বোল্ড ফটোশ্যুটে ধরা দিলেন নুসরত। 
গোলাপি রঙের বিকিনি টপ আর সাদা-গোলাপি শর্টসে ধরা দিলেন তৃণমূলের সাংসদ। সঙ্গে ছিল লম্বা জ্যাকেটও। নুসরতের বুকের ফাঁকে উঁকি দিল ভিক্ট্রি লেখা ট্যাটু।
খোলামেখা পোশাকে নিজেকে মেলে ধরতে বরাবরই স্বচ্ছন্দ নুসরত। এবার গোলাপি রঙের বিকিনি টপ আর সাদা-গোলাপি শর্টসে ধরা দিলেন বসিরহাটের সাংসদ। সঙ্গে ছিল লম্বা জ্যাকেটও। নুসরতের বুকের ফাঁকে উঁকি দিল ভিক্ট্রি লেখা ট্যাটু। (:ছবি সৌজন্যে-টলিউড অনলাইন, ফেসবুক)
তবে যথারীতি এই সমস্ত ছবির জন্য ট্রোলড হতে হলো তাঁকে। নুসরতের এই হট ফটোশ্যুট সোশ্যাল মিডিয়ায় উত্তাপ যেমন বাড়িয়েছে, তেমন বিতর্কও ডেকে এনেছে। সাংসদের এহেন ফটোশ্যুট অশালীন ঠেকছে অনেকের চোখেই। বসিরহাটের মানুষ কী এই জন্য আপনাকে ভোট দিয়েছিল? প্রশ্ন নেট দুনিয়ার
পরনে নেই অন্তর্বাস, কেবল হলুদ বুকচেরা কোট গায়ে চাপিয়ে লেন্সবন্দি নুসরত জাহান। (:ছবি সৌজন্যে-টলিউড অনলাইন, ফেসবুক)
Back to top button
%d bloggers like this: