বিনোদন

দেখতে দেখতে তিনবছর পার, বিবাহবার্ষিকীতে রাজকে কী বললেন শুভশ্রী?

দেখতে দেখতে তিন বছরের বিবাহিত জীবন উদযাপন করে ফেললেন রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় সেই উপলক্ষে বেশ খানিকটা পিডিএও করলেন শুভশ্রী। যা দেখে আপ্লুত তাদের ভক্তরা।

আরও পড়ুন – ‘অভিনয়ে সুযোগ না পেয়ে অশ্লীলতার পথ বেছে নিল মধুমিতা’, নিন্দুকদের প্রতি বিস্ফোরক মধুমিতা

কিন্তু এত ব্যস্ততার মধ্যেও নিজেদের তৃতীয় বিবাহ বার্ষিকী রোমান্টিক ভাবে পালন করতে ভুললেন না এই জনপ্রিয় দম্পতি। রাজ অতটা বহিঃ প্রকাশ না করলেও শুভশ্রী কিন্তু রাজের প্রতি নিজের ভালবাসা প্রায়শই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে থাকেন। ছেলে ইউভান জীবনে আসার পর থেকে তাদের কেমিস্ট্রি আরও মজবুত হয়েছে।

আরও পড়ুন – জীবনের সব থেকে খারাপ সময় গিয়েছে, অস্ত্রপাচার সফলের পর পোস্ট করলেন ঋতাভরী

গত ৬ই মার্চ ছিল তাদের রেজিস্ট্রি ম্যারেজ এর তিন বছর পূর্তি। সেইদিন তৃতীয় বিবাহ বার্ষিকীতে রাজের উদ্দেশ্যে ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দেন অভিনেত্রী। তিনি লেখেন যে, “তুমি আমার জীবনের হিরো, তুমি আমার জীবনের ভালোবাসা এবং আমার সন্তানের পিতা”। সেই পোস্ট মুহূর্তের মধ্যেই হয়েছে ভাইরাল। তাদের ভালবাসাকে ধন্য ধন্য করছেন তাদের অনুরাগীরা।

Back to top button
%d bloggers like this: