ভেলোর সহ গোটা ভারতে মিলবে স্বাস্থ্য সাথী কার্ডের সুবিধা! দুঃশাসনের সবচেয়ে বড় ফ্যাক্টরি বিজেপি, আক্রমণ মমতার

আরও পড়ুন-ফ্ল্যাট থেকে উদ্ধার বিজেপি সাংসদের ঝুলন্ত দেহ, চাঞ্চল্য গেরুয়া শিবিরে
প্রসঙ্গত উল্লেখ্য ২০১৯-এর লোকসভা ভোটে শাল মহুলের জঙ্গলে পদ্মফুল ফুটেছিল। সেই প্রসঙ্গ তুলে তৃণমূল সুপ্রিমো বলেন, ‘বিজেপি এখানে জিতে কোনও কাজ করেনি। আর আমাদের চেষ্টায় এখন ঝাড়গ্রামে আর রক্ত ঝরে না। এখানে এত উন্নয়ন করেছি যে ঝাড়গ্রাম এখন জঙ্গল সুন্দরী হয়ে গিয়েছে। আমায় চিকিৎসকরা এই অবস্থায় বেরোতে বারণ করেছিলেন। কিন্তু আমি ঘরে বসে থাকলে বিজেপি মিথ্যা বলে সব দখল করে নেবে।’ এরপরই তীব্র আক্রমণ শানিয়ে তিনি বলেন, ‘বাংলায় এরা এক হাজার মন্ত্রী, নেতা নিয়ে এসেছে। বিজেপির পরিকল্পনা আছে, গুন্ডা নিয়ে এসে আপনাকে ভোট দিতে না দিয়ে নিজেরা ভোট দেবে। কিন্তু তা হতে দেবেন না। আপনারই প্রথম খেলবেন। এমন খেলবেন যাতে বলটা মাঠের বাইরে গিয়ে পড়ে।’
আরও পড়ুন-মোদীর সভায় উপস্থিত থাকবেন প্রভাবশালী তৃণমূল সাংসদ, ইতিমধ্যেই বিজেপিতে যোগ দেওয়া নিয়ে শুরু জল্পনা
এদিন তিনি আরও বলেন, ‘বিনা পয়সায় রেশন দিই আমরা। আগামীদিন আপনাদের রেশনে যাওয়ার দরকার নেই। দুয়ারে সরকার দরজায় দরজায় খাবার পৌঁছে দিয়ে আসবে।’ আর বিজেপি নেতাদের সম্পর্কে তাঁর অভিযোগ, বিজেপি নেতারা কখনও কখনও আসেন। ফাইভ স্টার হোটেল থেকে খাবার নিয়ে আসেন। একটা তফশিলি ঘরকে বলে তোমার ঘরটা ভাড়া দেবে। পাঁচ হাজার টাকা দেয়।
একইসঙ্গে এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের স্বাস্থ্য সাথী কার্ড-এর প্রশংসা করে বলেন, আমাদের স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধে গোটা ভারতে পাবেন, ভেলোরেও পাবেন। লোকসভায় জিতেছিল বিজেপি, কী করেছে তারা? এবার ওদের শূন্য করে দিন।’