কর্মক্ষেত্র

চাঁদে পা ইসরোর! এবার বিপুল পদে নিয়োগ করছে মহাকাশ গবেষণা কেন্দ্র, মোটা টাকা বেতন, আজই আবেদনের শেষ দিন

গতকাল, বুধবারই চাঁদে পা রেখেছেন ইসরোর চন্দ্রযান। এবার সেই মহাকাশ গবেষণা প্রতিষ্ঠানই বিপুল পদে নিয়োগ করছে। আপনিও কী সেই কেন্দ্রে চাকরি করতে চান? তাহলে এটাই বড় সুযোগ। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের ওয়েবসাইটে এই নিয়োগ নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

ইসরোর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ক্যাটারিং সুপারভাইজার, নার্স বি, ফার্মাসিস্ট এ, রেডিয়োগ্রাফার এ, ল্যাব টেকনিশয়ান এ, ল্যাব টেকনিশয়ান-এ (ডেন্টাল হাইজিনিস্ট), অ্যাসিসট্যান্ট (রাজভাষা), কুক, হালকা এবং ভারী যানবাহন চালক, ফায়ারম্যান এ পদে কর্মী নিয়োগ করা হবে। প্রার্থীরা আজ, ২৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন।

যোগ্যতা

ক্যাটারিং সুপারভাইজার পদের জন্য ক্যাটারিং-এ ডিপ্লোমা এবং ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকত হবে। অথবা হোটেল ম্যানেজমেন্টে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা এবং দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। নার্সিং পদের জন্য আবেদনকারীর সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তিন বছরের কম নয় এমন নার্সিং কোর্সে ফার্স্ট ক্লাস ডিপ্লোমা পেতে হবে। অন্যান্য পদের জন্যও রয়েছে একইভাবে যোগ্যতার মাপকাঠি। সেক্ষেত্রে বিশদে জানতে দেখতে পারেন নিয়োগ বিজ্ঞপ্তি।

বয়সসীমা

ক্যাটারিং সুপারভাইজার, নার্স বি, ফার্মাসিস্ট এ, রেডিয়োগ্রাফার এ, ল্যাব টেকনিশয়ান, কুক, হালকা এবং ভারী যানবাহন চালক এ পদে আবেদনের জন্য় প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। অন্যদিকে, অ্যাসিসট্যান্ট পদে আবেদনের জন্য প্রয়োজনীয় বয়স ২৮ বছর। ফায়ারম্যানের ক্ষেত্রে ২৫ বছরের মধ্যে বয়স হওয়া দরকার।

কোন পদে কত বেতন

  • ক্যাটারিং সুপারভাইজার- ৫০,২৬৮ টাকা
  • নার্স বি- ৬৩,৭৫৮ টাকা
  • ফার্মাসিস্ট এ- ৪১,৪৬৪ টাকা
  • রেডিয়োগ্রাফার এ, ল্যাব টেকনিশয়ান এ, অ্যাসিস্ট্যান্ট- ৩৬,২১০টাকা
  • কুক, হালকা এবং ভারী যানবাহন চালক এ, ফায়ারম্যান- ২৮,২৫৮ টাকা।

নির্বাচন প্রক্রিয়া

প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট নেওয়া হবে। প্রাথমিকভাবে শিক্ষাগত যোগ্যতা এবং অন্য়ান্য বিষয়ের উপর বাছাই করা হবে।

কীভাবে আবেদন করবেন

প্রার্থীদের প্রথমে ইসরোর ওয়েবসাইটে যেতে হবে। এবার ‘হোমপেজ’ থেকে সংশ্লিষ্ট বিভাগে যেতে হবে। বিজ্ঞপ্তিতে দেওয়া তথ্য অনুযায়ী অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

Back to top button
%d bloggers like this: