প্রযুক্তি

Jio-Airtel-কে টক্কর! ৫০ টাকারও কম দামের প্ল্যান নয়ে হাজির Vodafone-Idea, পেয়ে যান আনলিমিটেড ডেটা ব্যবহারের সুযোগ

প্রিপেডে অনেক প্ল্যান রয়েছে Vodafone-Idea-র। Jio আর Airtel-কে টক্কর দিতে বেশ চেষ্টা চালিয়ে যাচ্ছে এই টেলিকম সংস্থা। এই কোম্পানির ডেটা ভাউচার প্যাকগুলি অনবদ্য। ৫০ টাকারও কমে একাধিক প্রিপেড প্ল্যান রয়েছে ভোডাফোন-আইডিয়ার। সেই প্ল্যানগুলি সম্পর্কেই আমরা আজ জানব।

Vodafone Idea-র ৫০ টাকার কম খরচের নানান প্রিপেড ডেটা ভাউচারগুলি হল-

  • সবথেকে কম খরচের প্ল্যানের জন্য ১৭ টাকা খরচ করতে হয়। এই ডেটা ভাউচার প্যাকে ভোডাফোন আইডিয়া তার ব্যবহারকারীদের বিনামূল্যে নাইট ডেটা এবং ১ দিনের বৈধতা অফার করে। এই প্ল্যানে আনলিমিটেড ডেটার অফার পাওয়া যায় রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত।
  • তারপরে রয়েছে ১৯ টাকার একটি প্ল্যান। ২৪ ঘণ্টার জন্য সেই প্ল্যানে সর্বসাকুল্যে ১ জিবি ডেটা অফার করা হয়।
  • এছাড়াও রয়েছে ২৪ টাকার একটি প্ল্যান। তার ভ্যালিডিটি মাত্র ১ ঘণ্টা। তবে এই প্ল্যানে ইউজাররা ট্রুলি আনলিমিটেড ডেটা পেয়ে যান। অর্থাৎ আপনি এক ঘণ্টার মধ্যে যত-খুশি ডেটা ব্যবহার করতে পারেন।
  • আপনি যদি অ্যাড-ফ্রি মিউজ়িক পছন্দ করেন, তাহলে আপনার জন্য সেরা হতে পারে ২৫ টাকার ডেটা ভাউচারটি। এই প্ল্যানে ইউজাররা এক দিনের জন্য ১.১ জিবি ডেটা পেয়ে যাবেন। যদিও প্ল্যানটি রিচার্জ করলে এক সপ্তাহ বা ৭ দিনের জন্য Vi অ্যাপ থেকে Hungama Music এর অ্যাড-ফ্রি মিউজ়িকের অভিজ্ঞতা সঞ্চয় করতে পারবেন।
  • এরপর রয়েছে ২৯ টাকারও একটি রিচার্জ প্যাক। সেই প্ল্যানটিও একটি নর্মাল ডেটা ভাউচার, যাতে দুই দিনের জন্য ২ জিবিডেটা অফার করা হয়। এখন আপনার যদি অতিরিক্ত পরিমাণ ডেটার প্রয়োজন হয়, তাহলে ৩৯ টাকার প্ল্যানটিও ব্যবহার করতে পারেন। সেই প্ল্যানে এক সপ্তাহের জন্য ৩ জিবি ডেটা অফার করা হয়।
  • এই প্রাইস ক্যাটেগরির মধ্যে সর্বশেষ প্ল্যানটি হল ৪৯ টাকার প্ল্যান। এতে আপনি মোট ৬ জিবি ডেটা পাবেন। তবে প্ল্যানের ভ্যালিডিটি মাত্র ২৪ ঘণ্টা বা ১ দিন।
Back to top button
%d bloggers like this: