কর্মক্ষেত্র

মাধ্যমিক পাশ করলেই মিলবে রেলে চাকরি, কোন পদ, কীভাবে আবেদন করবেন, জেনে নিন সমস্ত খুঁটিনাটি, আবেদনের সময় বেশি নেই

গোটা বছরই কোনও না কোনও পদে নিয়োগ করতে থাকে ভারতীয় রেল। আপনিও যদি ভারতীয় রেলে চাকরির স্বপ্ন দেখেন, তাহলে আপনার কাছে এবার রয়েছে এক বড় সুযোগ। নানান পদে নিয়োগের জন্য ভারতীয় রেলের অফিসিয়াল সাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, টেকনিশিয়ান, জুনিয়র ইঞ্জিনিয়ার, ট্রেন ম্যানেজার সহ একাধিক পদে কর্মী নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে নর্দান রেলের তরফে। এর জন্য শূন্যপদ রয়েছে ৩২৩। গত ২৯ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীরা আগামী ২৮ আগস্ট পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা ইন্ডিয়ান রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট indianrailways.gov.in-তে আবেদন করতে পারবেন।

শূন্যপদ

  • অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট- ১৬
  • ট্রেন ম্যানেজার- ৪৬
  • টেকনিশিয়ান- ৭৮
  • জুনিয়র ইঞ্জিনিয়ার- ৩০

বয়সসীমা

সাধারণ বিভাগের প্রার্থীদের ২০২৪ সালে ১ জানুয়ায়ী অনুযায়ী ১৮ থেকে ৪২ বছরের মধ্যে বয়স হতে হবে। তবে সংরক্ষিত বিভাগের প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে। যেমন ওবিসি প্রার্থীরা ৪৫ বছর এবং এসসি/এসটি প্রার্থীরা ৪৭ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন।

যোগ্যতা

পদ অনুযায়ী যোগ্যতার মাপকাঠি ভিন্ন রয়েছে। যেমন অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের জন্য আবেদনকারীদের ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে। পাশাপাশি আইটিআই-র অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট থাকতে হবে। যাদের আইটিআই থেকে মেকানিক্যাল, ইলেকট্রিকাল, ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা রয়েছে, তারাও এই শূন্যপদে আবেদন করতে পারবেন। অন্যদিকে, ফিটার, ইলেকট্রিশিয়ান, ইন্সট্রুমেন্ট মেকানিক, মিল রাইট, মেকানিক, ইলেকট্রনিক্স মেকানিক সহ অন্যান্য পদের জন্য আবেদনকারীদের সরকার স্বীকৃত কোনও বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রিপ্রাপ্ত হতে হবে।

নির্বাচন প্রক্রিয়া

জেনারেল ডিপার্টমেন্টাল কমপিটিটিভ পরীক্ষার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

কীভাবে আবেদন করবেন

  • অফিসিয়াল ওয়েবসাইটgov.in-তে যেতে হবে।
  • ‘জিডিসিই অনলাইন/ই-অ্যাপ্লিকেশন লিঙ্ক’-তে ক্লিক করতে হবে।
  • প্রার্থীর রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে।
  • আবেদনকারীর নাম, কমিউনিটি, মোবাইল নং, ইমেল আইডি এবং জন্ম তারিখ দিতে হবে।
  • আবেদনপত্র পূরণ করতে হবে এবং ছবি, স্বাক্ষর, থাম্ব ইম্প্রেশন এবং অন্যান্য আবেদনের বিবরণী পূরণ করতে হবে।
  • আবেদন ফি জমা দিতে হবে এবং সাবমিটে ক্লিক করতে হবে।
  • ভবিষ্যতের রেফারেন্সের জন্য প্রিন্ট আউট রেখে দিতে হবে।
Back to top button
%d bloggers like this: