ফের বড় বদল আসবে আবহাওয়ায়, প্রবল বৃষ্টির পূর্বাভাস ৫ জেলায়, জারি কমলা সতর্কতা

কখনও আকাশে ঝলমল করছে রোদ, তো কখনও আবার আকাশ কালো করে মেঘ জমে নামছে ঝমঝমিয়ে বৃষ্টি। গত কয়েকদিন ধরেই আবহাওয়ার এমনই খামখেয়ালিপনা দেখছে বঙ্গবাসী। কিন্তু বৃষ্টি হলেও আর্দ্রতাজনিত অস্বস্তি কাটছে না। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কমবে। কিন্তু ঘাম থেকে মুক্তি নেই।
কোথায় হবে ভারী বৃষ্টি?
হাওয়া অফিস সূত্রে খবর, আগামী ২১ থেকে ২৬ আগস্ট উত্তরবঙ্গে জেলাগুলিতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই কয়েকদিন দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। তবে শনি ও রবিবার উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে বলে জানা যাচ্ছে। এই পাঁচটি জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হলেও সপ্তাহান্তে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
দক্ষিণবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে?
আবহাওয়া দফতর সূত্রে খবর, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে সোমবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা তেমন নেই বললেই চলে। তবে এই সময় তাপমাত্রা বাড়তে পারে। ফলে আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগতে হতে পারে দক্ষিণবঙ্গবাসীকে। মঙ্গলবার থেকে জেলায় জেলায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা।
তবে আগামী কয়েকদিন কলকাতায় সেভাবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বললেই চলে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় মানুষকে ভুগতে হতে পারে। সোমবার পর্যন্ত সেভাবে বৃষ্টি হবে না শহরে।
গতকাল, শুক্রবার দুপুরে কলকাতা সহ সংলগ্ন অঞ্চলগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৮ ডিগ্রি সেলসিয়াস। আজ, শনিবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৫ থেকে ৯৪ শতাংশ।