রাজ্য

ঝগড়ার সময় সজোরে আঘাত পু’রু’ষা’ঙ্গে, ছটফট করতে করতে মৃত্যু ব্যক্তির, উত্তেজনা ক্যানিংয়ে

ঝগড়ার সময় এক ব্যক্তির পু’রু’ষা’ঙ্গে সজোরে আঘাত করেছিলেন প্রতিবেশী। সেই আঘাতেই মৃত্যু হল ওই ব্যক্তির। মৃতের নাম শীতল নস্কর। ঘটনাটি ঘটেছে গতকাল, শুক্রবার বিকেলে ক্যানিং থানার গোপালপুর পঞ্চায়েতের ধর্মতলা সংলগ্ন তেওরপাড়ায়। ঘটনার খবর পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তবে অভিযুক্ত পলাতক।

কি ঘটেছিল ঘটনাটি?

স্থানীয় সূত্রে খবর, গতকাল, শুক্রবার দুপুরে এলাকার কচিকাঁচারা ক্যানিংয়ের ধর্মতলার তেওরপাড়ার একটি মাঠে খেলা করছিল। সেই সময় তাদের মধ্যে গন্ডগোল হয়। কচিকাঁচাদের গন্ডগোল থামাতে এগিয়ে যান শীতল নস্কর।

সেখানে পাড়ার যুবক মিঠুন শিকারীর সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন তিনি। অভিযোগ, সেই সময় শীতলকে মাঠের মধ্যে ফেলে বেধড়ক মারধর করে মিঠুন শিকারী। এমনকি তার পু’রু’ষা’ঙ্গে আঘাত করা হয় বলেও অভিযোগ।

এই ঘটনার গুরুতর জখম হয়ে ছটফট করতে থাকেন শীতল নস্কর। পাড়া প্রতিবেশীরা ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি শীতলকে উদ্ধার করে। তারাই চিকিৎসার জন্য বারুইপুর হাসপাতালে নিয়ে যায় তাঁকে। কিন্তু মাঝপথেই মৃত্যু হয় শীতলের। এরপর মৃতদেহ বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার সময় খবর পায় ক্যানিং থানার পুলিশ।

পুলিশ মাঝপথে ওই ব্যক্তিকে উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে শোকস্তব্ধ শীতল নস্করের পরিবার। তাঁর পরিবারের দাবী, অভিযুক্তের কঠিন শাস্তি চাই। তবে অভিযুক্ত মিঠুন শিকারী পলাতক। এই ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।

Back to top button
%d bloggers like this: