বড় চাকরির সুযোগ, ৬০০০-এরও বেশি পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক, জেনে নিন আবেদনের সমস্ত খুঁটিনাটি

বড় চাকরির সুযোগ দিচ্ছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। ৬০০০-এরও বেশি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক। সেই প্রেক্ষিতে ব্যাঙ্কের অফিশিয়াল ওয়েবসাইটে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।
এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ১ সেপ্টেম্বর থেকে সংশ্লিষ্ট নিয়োগের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রার্থীরা আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত আবেদনের সুযোগ পাবেন। প্রতিটি রাজ্যে কত শূন্যপদ রয়েছে তাও জানিয়ে দিয়েছে স্টেট ব্যাঙ্ক। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের জন্য শূন্যপদ হল ৩২৮। আগ্রহী এবং যোগ্য প্রার্থীদের অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে আবেদন করতে হবে।
যোগ্যতা
আবেদনকারীদের অবশ্যই একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে স্নাতক হতে হবে।
বয়সসীমা
২০২৩ সালের ১ আগস্ট অনুযায়ী প্রার্থীদের বয়স ২০ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে। যদিও সংরক্ষিত বিভাগের প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে।
আবেদন ফি
জেনারেল, ওবিসি এবং ইডাব্লুএস বিভাগের প্রার্থীদের ৩০০ টাকা আবেদন ফি দিতে হবে। যদিও এসসি, এসটি প্রার্থীদের কোনও আবেদন ফি জমা দিতে হবে না।
ট্রেনিংয়ের মেয়াদ এবং স্টাইপেন্ড
নির্বাচিত অ্যাপ্রেনটিস প্রার্থীদের এক বছরের ট্রেনিং দেওয়া হবে। প্রশিক্ষণের সময়ে প্রার্থীরা প্রতি মাসে ১৫ হাজার টাকা স্টাইপেন্ড পাবেন।
নির্বাচন প্রক্রিয়া
আবেদনকারীদের অনলাইন লিখিত পরীক্ষা এবং আঞ্চলিক ভাষার পরীক্ষা দিতে হবে। লিখিত পরীক্ষায় থাকবে ১০০টি প্রশ্ন। ৬০ মিনিটের পরীক্ষায় থাকবে ১০০ নম্বর। প্রার্থীরা বাংলা, আসামী, মণিপুরি, মারাঠি সহ সবমিলিয়ে ১৩টি আঞ্চলিক ভাষায় পরীক্ষা দিতে পারবেন। অক্টোবর অথবা নভেম্বর মাসে অনলাইন পরীক্ষা নেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন
প্রথমে প্রার্থীদের স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in-তে যেতে হবে। এরপর হোমপেজে ‘কেরিয়ার’ অথবা ‘রিক্রুটমেন্ট’ বিভাগে যেতে হবে। এবার সংশ্লিষ্ট নিয়োগের বিজ্ঞপ্তি দেখে সঠিক পদ্ধতি মেনে আবেদন করতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ দিন ২১ সেপ্টেম্বর।