একাকিত্বে ভুগছেন? বয়ফ্রেন্ড ভাড়া দিচ্ছে এই ভারতীয় কোম্পানি! তাড়াতাড়ি যোগাযোগ করুন

মানুষ একা থাকতে থাকতে একাকিত্বে ভুগতে শুরু করেন। বর্তমানে নেট মাধ্যমে ডেটিং অ্যাপ চলে আসায় সেই রোগ কিছুটা দূর হয়েছে। মানুষ ডেটিং অ্যাপে এখন নিজেদের পছন্দের সঙ্গী বেছে নিতে পারেন বাড়িতে বসে। তবে ভারতের এক কোম্পানি বয়ফ্রেন্ড ভাড়া পাওয়া যায় জানিয়ে বিজ্ঞাপন দিয়েছে। যা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া।
বেঙ্গালুরুর এই নতুন স্টাট আপ কোম্পানি ‘ToYBoY’ সোশ্যাল মিডিয়ায় ইনস্টাগ্রামে একটি পোস্ট করে। যেখানে তাদের প্রথম পোস্টে লেখা থাকে, ‘এটা বেঙ্গালুরুর সবচেয়ে বিশ্বস্ত পোর্টাল, যেখানে আমরা বয়ফ্রেন্ড ভাড়া দিই।’
ওই কোম্পানি স্পষ্ট জানিয়ে দিয়েছে, কোনও রকম ক্যাজুয়াল হুকাপ এর জন্য তাদের এই পরিষেবা নয়। কেউ যদি মানসিক চাপ, একাকিত্বের অবসাদে ভোগেন তবেই ‘ ToYBoY’ থেকে বয়ফ্রেন্ড ভাড়া পাবেন।
এই কোম্পানি তাদের ইনস্টাগ্রাম পোস্ট এর মাধ্যমে মানুষকে মোটিভেট করছেন যদি কোন প্রাক্তনের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় মুখ অন করতে পারছে না, সেই সম্পর্কে ফিরে না যাওয়ার পরামর্শ দিচ্ছে। এবং একটি ভালো স্বাস্থ্যকর সম্পর্কে যাওয়ার জন্য একজন ভালো মানুষ খুঁজে দেবে ‘ToYBoY’ তাদের ইউজারদের।