সৌজন্যতা! ওপার বাংলা থেকে এল খাস উপহার, ‘বোন’ মমতাকে ৬০০ কেজি আম পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ওপার বাংলা থেকে কালীঘাটে এল এবার বিশেষ উপহার। প্রত্যেক বছরের মতো এই বছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আম উপহার হিসেবে পাঠালেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি সূত্রে খবর অনুযায়ী, ৬০০ কেজি আম এসেছে ঢাকা থেকে। গতকাল, সোমবারই যশোরের বেনাপোল বন্দর হয়ে কালীঘাটে পৌঁছে গিয়েছে সেই আম।
তবে বাংলাদেশ থেকে এমন উপহার নতুন কিছু নয়। এর আগেও মমতা বন্দ্যোপাধ্যায়কে আম উপহার পাঠিয়েছেন শেখ হাসিনা। গত বছর প্রায় এক কুইন্টাল হাঁড়িভাঙা আম এসেছিল ওপার বাংলা থেকে। সেই আম পেয়ে শেখ হাসিনাকে একটি চিঠিও লিখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে শুধু শেখ হাসিনাই নন, মমতাও তাঁকে অতীতে নানান সময়ে নানান রকমের উপহার পাঠিয়েছেন। পুজোর সময়ে বা ঈদের মরশুমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য শাড়ি পাঠিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। আবার ওপার বাংলা থেকেও কখনও এসেছে ইলিশ, আবার কখনও বা আম।
এপার বাংলার যেমন মালদহ, ওপার বাংলায় তেমনই রাজশাহীর আম বিখ্যাত। রাজশাহীর কানসাট আমবাজার এশিয়ার দ্বিতীয় বৃহত্তম আমবাজার। সেখান থেকে শুধুমাত্র বাংলাদেশের নানা প্রান্তেই নয়, ভারত, নেপাল, মায়ানমার, ভুটান, থাইল্যান্ড সহ পৃথিবীর নানান প্রান্তে রফতানি হয় আম। এমনকী ইউরোপ, আমেরিকাতেও এই কানসাট হয়েই পৌঁছয় আম।
মমতা ও হাসিনার মধ্যে সুসম্পর্ক রয়েছে। হাসিনা একবার বলেছিলেন, “মমতা আমার বোনের মতো”। মমতা ও তাঁর সম্পর্ক যে রাজনীতি ও কূটনীতির ঊর্ধ্বে, তা বোঝাতে কোনও খামতি রাখেননি হাসিনা। আর এবার ফের একবার বাংলাদেশ থেকে আম এল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য।
রাজশাহীতে এখনও ৩০০ প্রজাতির আম উৎপন্ন হয়। যদিও সবগুলি সমান পরিমাণে হয় না। বহুল উৎপাদিত আম হল ল্যাংড়া ও হিমসাগর। তবে এই দুটি আমেরও অনেক ভ্যারাইটি রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই দুই প্রজাতির আমের মধ্যে কোনটি পাঠিয়েছেন শেখ হাসিনা, তা অবশ্য জানা যায়নি।