বাংলাদেশ

এবার ওপার বাংলাতেও ‘খেলা হবে’, বাংলাদেশেও ঘাঁটি গড়া শুরু তৃণমূলের, আহ্বান এল দলে দলে যোগ দেওয়ার

তৃণমূল কংগ্রেস (TMC) যে একটি অন্যতম সফল রাজনৈতিক দল, তা আর আলাদা করে বলার প্রয়োজন পড়ে না। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়েরও (Mamata Banerjee) জনপ্রিয়তার কমতি নেই। রাজ্য পেরিয়ে ইতিমধ্যেই জাতীয় রাজনীতিতে জমি শক্ত করার চেষ্টা চালাচ্ছে ঘাসফুল শিবির। কিন্তু দেশের বাইরেও নিজের জমি বিস্তার করতে চাইছে তৃণমূল? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় (social media) এমন একটি পোস্টার ঘোরাফেরা করছে, যা দেখে তেমনটাই মনে হচ্ছে।

এই পোস্টারে লেখা, “বাংলাদেশের তৃণমূল পার্টি”। দলের মহাসচিব হিসেবে নাম রয়েছে হাসান খালেদ তালুকদারের। এই পোস্টারে আরও লেখা, “বাংলাদেশ তৃণমূল পার্টি জনগণের ন্যায্য দাবী আদায়ের পার্টি। গনতান্ত্রিক অধিকার আদায়ের লক্ষ্যে”। এর সঙ্গেই লেখা, “বাংলাদেশ তৃণমূল পার্টিতে দলে দলে যোগ দিন”। এমন পোস্টার নিয়ে সকলের মনেই বেশ প্রশ্ন জেগেছে।

জানা গিয়েছে, চলতি বছর ২২শে জানুয়ারি বাংলাদেশের জাতীয় প্রেসক্লাবের মাওলানা মোহাম্মদ আখরাম খাঁ হল মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে ‘বাংলাদেশের তৃণমূল পার্টি’। এই দলের স্লোগান ছবি একুশে সংবাদ “জয় বাংলাদেশ-জয় তৃণমূল পার্টি”।

সূত্রের খবর, এই দলের চেয়ারপার্সন জুলিয়া আক্তার, সাংগঠনিক সম্পাদক এসকে কামরুল ইসলাম এবং মহাসচিব হাসান খালেদ তালুকদার। শুধুমাত্র তৃণমূল শব্দে মিল থাকলেও তা আগাগোড়া বাংলাদেশের একটি রাজনৈতিক দল এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার কোনও যোগাযোগ নেই।

প্রসঙ্গত, আগামী বছরের শেষের দিকে বা ২০২৪-এর প্রথমের দিকেই অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশের জাতীয় নির্বাচন। জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার জানান যে ২০২৩-এর শেষের দিকে বা ২০২৪-এর শুরুতেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

তিনি বলেন, “সংসদ নির্বাচন পাঁচ বছর অন্তর অন্তর হয়ে থাকলেও স্থানীয় সরকার বিষয়ক বিভিন্ন নির্বাচন বছর ধরেই কোনও না কোনও কারণে হয়ে থাকে। আগামী বছরের শেষ দিকে বা ২০২৪ সালের শুরুতেই অনুষ্ঠিত হবে দ্বাদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন”। এপার বাংলায় তো তৃণমূল নিজের ঘাঁটি শক্ত করেছে, ওপার বাংলাতেও তৃণমূল পার্টি নিজের জমি শক্ত করতে পারে কী না, এখন সেটাই দেখার।

Back to top button
%d bloggers like this: