আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ কী বাড়ানো হল? কী জানাল আয়কর বিভাগ?

দেশে বর্তমানে আয়কর প্রদানকারী নাগরিকের সংখ্যা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। অনেকেই জানেন, বছরে ৫ লক্ষেরও বেশি আয়ের ক্ষেত্রে (পুরনো ব্যবস্থায়) নির্দিষ্ট পরিমাণে অর্থ সরকারকে কর হিসেবে দিতে হয়। নাগরিকদের এই আয়কর জমা দেওয়া বাধ্যতামূলক। এমনকি কোনও ব্যক্তির আয় কম হলে, তিনিও আইটিআর ফাইল করতে পারেন।
সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস বা সিবিডিটি ২০২৩-এর ১০ ও ১৪ ফেব্রুয়ারি জারি করা বিজ্ঞপ্তিগুলির মাধ্যমে আর্থিক বছর ২০২২-২৩ এর জন্য আয়কর রিটার্ন ফর্মগুলি সামনে এনেছে। এরপর থেকেই আয়কর রিটার্ন ই-ফাইলিং শুরু হয়েছে।
আয়কর রিটার্ন জমার শেষ তারিখ
আয়কর রিটার্ন জমার শেষ তারিখ ৩১ জুলাই ২০২৩। এই তারিখ পর্যন্ত ২০২২-২৩ আর্থিক বছরে করা উপার্জন জানাতে পারেন নাগরিকরা।
সঠিক সময়ে আয়কর রিটার্ন জমা না করলে কী হবে?
নাগরিকরা যদি ৩১ জুলাইয়ের মধ্যে তাদের আয়কর রিটার্ন জমা করতে না পারে, তবে তাদেরকে জরিমানা দিতে হতে পারে। যাদের আয় করযোগ্য, তাদের ৩১ জুলাইয়ের মধ্যে জরিমানা ছাড়াই আয়কর রিটার্ন জমা করতে হবে। তা না হলে বিলম্ব ফি দিতে হতে পারে নাগরিকদের। করযোগ্য আয় অনুযায়ী প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে বলে জানা যাচ্ছে।
প্রসঙ্গত, এর আগে আয়কর রিটার্ন জমার শেষ তারিখ বাড়ানো হয়েছিল। আয়কর দফতর এবার তেমনটা করে নি। আয়কর রিটার্ন জমা করার শেষ তারিখ বাড়ানো সম্পর্কে কোনও ইঙ্গিত দেওয়া হয়নি আয়কর বিভাগের পক্ষ থেকে। এমন পরিস্থিতিতে আর অপেক্ষা না করে দ্রুত আয়কর জমা করাই ভালো।